আবার বসন্ত আসবে ইমরান খানের বাগানে – দৈনিক গণঅধিকার

আবার বসন্ত আসবে ইমরান খানের বাগানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৫:০৭
‘জেলে যাওয়াটা আবার নতুন করে প্রেমে পড়ার মতো।’ বলেছিলেন পাকিস্তানের নব্বই দশকের খ্যাতিমান কবি ও লেখক ফয়েজ আহমেদ। উঠতি বয়সি তরুণ আর সুশীলসমাজের মুখে মুখে ঘুরে বেড়ানো তার বিখ্যাত উক্তিটিই আজ মিলে গেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবনে। কারাবাসের পর নেতা-প্রেমের নতুন ফুল ফুটছে তার বাগানে। বন্দিদশায় খান হয়ে উঠেছেন ‘মনমানুষ’। ফুটপাত থেকে রাজপথ, সিন্ধ থেকে ইসলামাবাদ, সবখানেই ইমরান খানকে নিয়ে গুঞ্জন। জেলে বসেই সিক্ত হচ্ছেন ভক্তদের ভালোবাসায়। কবে মুক্ত হবেন পাকিস্তানের দুর্দিনের কান্ডারি, সেনাভয়ে আগেরবারের মতো (৯ মে) জ্বালাও-পোড়াও-ভাঙচুর না করলেও চাপা উত্তেজনায় ফেটে পড়ছেন তার সমর্থকরা! দূরে গেলে ভালোবাসা বাড়ে, প্রচলিত সত্যটিই যেন আবার প্রমাণ করছেন তার শুভাকাক্সক্ষীরা। তাদের দৃঢ় বিশ্বাস, আবারও ফিরে আসবেন খান। জীবনের সব খরা কাটিয়ে আবারও বসন্ত আসবে খানের নিজ হাতে গড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বাগানে। সেই আশায়ই দিন গুনছেন দলের নেতাকর্মীরা। দ্য ইনডিপেনডেন্ট, বিবিসি, আলজাজিরা, জিইও নিউজ। ৫ আগস্ট খানকে গ্রেফতারের ঠিক একদিন আগে খান আলজাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, ‘ভোটের সমীক্ষাগুলো দেখলে আপনারা দেখতে পাবেন পিটিআই’র অনুমোদন রেটিং ৭০ শতাংশ। কোনো দলেরই এত জনপ্রিয়তা নেই।’ এ যেন নিজের ঢোল নিজেই পেটানোর মতো অবস্থা। কেনই বা পেটাবেন না, তার জনপ্রিয়তা শুধু দেশেই আবদ্ধ নয়। পাকিস্তান ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছে ভারতের কাশ্মীরকেও। রাজধানী শ্রীনগরের হাব্বা কাদাল এলাকার বাসিন্দা গুলাম মোহাম্মদ (৭০) জানান, তার পছন্দের নেতা ইমরান খান এবং তার সঙ্গে কোনো রকম অশোভন আচরণ মোহাম্মদকে ব্যথিত করে। দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান উল্লেখ করেন, ‘খান এখনো জনসমর্থনের সুবিধা উপভোগ করছেন। পর্যাপ্ত সুযোগ দেওয়া হলে এখনো নির্বাচনে জয় লাভ করার সুযোগ রয়েছে।’ ইমরান খান এখন অ্যাটক কারাগারে বন্দি। তবে তার সমর্থকরা বলছেন, বন্দিত্ব বেশি দিনের জন্য নয়। সময়ের ব্যাপার মাত্র। খানের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা জুলফিকার আলী বুখারি বলেন, পিটিআই প্রধানের এ পরিস্থিতি সদস্যদের আরও কাছে নিয়ে এসেছে। খানের নেতৃত্ব ও জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে বলে জানান বুখারি। আরও বলেন, ‘এটি একটা ওপেন অ্যান্ড শাট কেস মাত্র। তাই খান কোথাও যাচ্ছেন না। তাকে বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বুখারি আরও বলেন, ‘আমরা কয়েকটি বড় প্রতিবাদ করতে যাচ্ছি। আমরা বিদেশি পাকিস্তানিদের একত্রিত করছি।’ বুখারির মতো এমন লাখ লাখ নেতাকর্মীর বিশ্বাস খানের গ্রেফতারের ফলে দলের জনসমর্থন আরও বাড়বে। আরও পোক্ত হবে নেতাদের নেতৃত্ব। যারা দীর্ঘমেয়াদে দলের পক্ষে কাজ করবে। সময়টি পিটিআই দলের জন্য সংকটময় হলেও এ ধরনের মুহূর্তগুলো পার্টিকে একত্রিত করে বলে দাবি করেন তারা। ইসলাবাবাদের হাইকোর্টের আদেশে খানকে গ্রেফতার করে অ্যাটক কারাগারে বন্দি করা হয়। তোশাখানা মামলার দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালে এপ্রিল মাসে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশ জুড়ে ১৭০ টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন ইমরান খান। দুর্নীতি, খুন, অগ্নিসংযোগ থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের অভিযোগ ওঠে। গ্রেফতারের আগে ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে খান মজা করে বলেছিলেন, ‘তিনি আরও মামলার আশা করেছিলেন। ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর অপেক্ষা করছেন।’ ওই সাক্ষাৎকারেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন খান। বলেন, তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতে রাজনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি