ইতালিয় সাংবাদিক ইরানে আটক – দৈনিক গণঅধিকার

ইতালিয় সাংবাদিক ইরানে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৯
ইরানে ইতালির এক সাংবাদিককে আটক করা হয়েছে।শুক্রবার (২৭ ডিসেম্বর) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সাংবাদিক চেচিলিয়া সালা এক সপ্তাহেরও বেশি সময় ধরে তেহরানে আটক রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এও খবর জানিয়েছে। তেহরানে ইতালির দূতাবাস ও কনস্যুলেট জানিয়েছে, তারা চেচিলিয়া সালার মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রোমে অবস্থিত তেহরান রাষ্ট্রদূত পাওলা আমাদেই সালার আটকাবস্থার শর্ত পরীক্ষা করার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া, সালা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ ডিসেম্বর তেহরানে ইরানি পুলিশের হাতে গ্রেফতার হন সাংবাদিক চেচিলিয়া সালা। ২৯ বছর বয়সী সালা পত্রিকা ইল ফোগলিও এবং পডকাস্ট কোম্পানি চোরা মিডিয়ার জন্য কাজ করেন। সংবাদমাধ্যম লা রিপাবলিকা জানিয়েছে, ওই সাংবাদিক প্রায় ১০ দিন ধরে ইরানে অবস্থান করছিলেন এবং ইতালিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি সাংবাদিক ভিসা নিয়ে ইরানে পৌঁছান এবং সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন বলে দৈনিকটি জানিয়েছে। এক বিবৃতিতে চোরা মিডিয়া বলেছে, সালা তেহরানের এভিন কারাগারে একক সেল বন্দিত্বে রয়েছেন। তার গ্রেফতারের কারণ জানানো হয়নি। তবে এটি রোম ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সাথে সম্পর্কিত হতে পারে। গত সপ্তাহে রোমে দুই ইরানি নাগরিকের একজনের গ্রেফতারের ঘটনায়, ইতালির জ্যেষ্ঠ কূটনীতিক এবং মার্কিন স্বার্থের প্রতিনিধিত্বকারী সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল ইরান। চোরা মিডিয়া জানিয়েছে, সালা ১২ ডিসেম্বর বৈধ সাংবাদিক ভিসা নিয়ে রোম থেকে ইরানে গিয়েছিলেন। সেখানে কয়েকটি সাক্ষাৎকার গ্রহণ করেন তিনি। পরে সেগুলো তার ‘স্টোরিজ’ পডকাস্টের তিনটি পর্ব তৈরি করেছিলেন। ২০ ডিসেম্বর তার রোমে ফেরার কথা ছিল। ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা