
নিউজ ডেক্স
আরও খবর

হিজাব-নিকাব পরা ছাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত ঢাবির

শিক্ষকদের সুখবর দিয়ে গেলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

‘কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি’

সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ, যোগদান ১২ মার্চ

প্রাথমিকের তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষককে যোগদানের ঘোষণা

প্রাথমিকের নিয়োগবঞ্চিত শিক্ষকদের প্রতীকী ফাঁসি!

চবির ১০ ছাত্রী বহিষ্কার, প্রক্টরের সঙ্গে নেতার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৩ জনের পদত্যাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিন জনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের মোবাইল নম্বরে কল করা হলে তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।
উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না। তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।’
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি প্রফেসর ড. হারুন ঊর রশিদ আসকারীর মেয়াদ শেষ হয়। পরে একমাস ভিসি পদ ফাঁকা থাকে বিশ্ববিদ্যালয়ে। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান ভিসি হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ ছাড়া ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ২০২১ সালের ৫ মে ট্রেজারার হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।