এমবাপের রিয়ালে যাওয়া ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ : ম্যাক্স ইভিইরলে – দৈনিক গণঅধিকার

এমবাপের রিয়ালে যাওয়া ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ : ম্যাক্স ইভিইরলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১১:৫৪
বহু নাটকীয়তার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে তার আসার কথা শোনা যাচ্ছিল অনেক বছর ধরেই। কিন্তু দুই ক্লাবের বনিবনা হচ্ছিল না, এমবাপেকে ছাড়তে চাইছিল না পিএসজি। সাত বছর ক্লাবটিতে কাটানোর পর এবারের মৌসুম শুরুর আগে এমবাপে ফ্রিতেই এসেছেন মাদ্রিদে। বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো বেতন দেওয়া হবে এমবাপেকে, এর সঙ্গে তিনি পাচ্ছেন ১৫০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস; এমন খবর ছড়িয়েছে। এমবাপের এমন দলবদলকে ‘ফুটবলের কফিনে শেষ পেরেক’ মনে হচ্ছে বায়ার্ন মিউনিখের ডিরেক্টর ম্যাক্স ইভিইরলের। বড় খেলোয়াড়দের চুক্তি শেষ করে অন্য ক্লাবে যাওয়ার সমালোচনা করেছেন তিনি। তার মতে, দলবদলের মার্কেট থেকে অর্থ কমে যাচ্ছে এতে। ম্যাক্স বলেন, ‘আপনি সবসময়ই টাকার লোভী মানুষ হতে পারেন। কিন্তু সবাই যখন এমন হয়ে যাবে, তখন এটা ফুটবলের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। যত টাকা বাইরে চলে যাচ্ছে (মার্কেট থেকে) কোনো একটা জায়গায় গিয়ে, আমাদের ব্যবসার জন্য আর কিছুই বাকি থাকবে না।’ ‘আমরা এখন একশ মিলিয়ন নিয়ে কথা বলছি। এটা আসলে অনেক টাকা। একটা জায়গায় গিয়ে আপনার মনে হবে, সবকিছু শেষ হয়ে যাবে। এরপর সৌদি আরবও আছে। এটা আসলে খুব ভালো মনে হচ্ছে না। মার্কেট থেকে টাকা চলে যাচ্ছে। কোনো ক্লাবই এর থেকে লাভবান হচ্ছে না।’ পিএসজির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপে। এর মধ্যে ৪২টি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। সবমলিয়ে পিএসজির হয়ে ৩৬৪ গোলে অবদান রেখেছেন তিনি। তার চেয়ে বেশি আর এই অবদান নেই কারও। এমন খেলোয়াড়ের ফ্রিতে দল ছাড়া মানতে পারছেন না ম্যাক্স। তিনি বলেন, ‘খেলোয়াড়রা, পরিবার, অ্যাজেন্ট সবাই লাভবান হচ্ছে কিন্তু শুধু ক্লাব ছাড়া। অতীতে অন্তত ক্লাবগুলো লাভ করতো। টাকাটা একটা সাইকেলের ভেতর থাকতো। এখন সেটা দিন দিন কেবল কমছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি