এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে – দৈনিক গণঅধিকার

এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৩ | ৪:২০
এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এতে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর কিছুটা চাপ বেড়েছে। মার্চের শেষ সপ্তাহে সিঙ্গাপুরের করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চে। আগস্টের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারতে। এ সময় ইন্দোনেশিয়ার দৈনিক সংক্রমণ চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এবং ভিয়েতনাম ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা জোরদার করছে। খবর- আন্তর্জাতিক অর্থবিষয়ক গণমাধ্যম ব্লুমবার্গের। এশিয়া জুড়ে সংক্রমণ বৃদ্ধির জন্য দেশগুলো করোনার এক্সবিবি উপধরনকে দায়ী করছে। এটি অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রনের উপধরন। তবে এক্সবিবির কারণে ব্যাপক হারে গুরুতর অসুস্থতার চিত্র দেখা যায়নি। এশিয়ায় অনেকেই এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। ফলে দেশগুলো করোনা বিধিনিষেধ শিথিল করেছে। তাই মাঝে মাঝে নতুন ঢেউ দেখা যেতে পারে আশঙ্কাও রয়েছে। সংক্রমণ কমে যাওয়ায় সিঙ্গাপুরে গত ফেব্রুয়ারিতে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়। কিন্ত এরপর মার্চের শেষ নাগাদ সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহ আগেই সাড়ে ১৪ হাজারের মধ্যে ছিল। বৃহস্পতিবার ভারতে নতুন করে ১০ হাজার ১৫০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা বাড়েনি। দেশটির কয়েকটি রাজ্যে নতুন করে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ার করোনা সংক্রমণ বেড়েছে। বুধবার দৈনিক সংক্রমণ ৯৮৭-এ পৌঁছেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জোকো উইডোডো নাগরিকদের করোনার দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান। ভিয়েতনামে গত সাত দিনে নতুন করে ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় চারগুণ বেশি। সংক্রমণ রোধে স্কুলে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তে নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা