এশিয়া কাপে অংশগ্রহণকারী আইসিসি র‌্যাঙ্কিংয়ে দলগুলির বর্তমান অবস্থান – দৈনিক গণঅধিকার

এশিয়া কাপে অংশগ্রহণকারী আইসিসি র‌্যাঙ্কিংয়ে দলগুলির বর্তমান অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ৫:১৯
শুরু হয়ে গেছে ছয় দলের এশিয়া কাপ ২০২৩। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে জেনে নিন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোন দল রয়েছে। পাকিস্তান দল বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। আর ভারত রয়েছে তালিকার তৃতীয় স্থানে। বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে তালিকার অষ্টম স্থানে। আফগানিস্তান নবম স্থানে রয়েছে। তালিকার ছয় দলের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন র‌্যাঙ্কিং দল হল আফগানিস্তান। এদিকে, নেপাল প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছে। এই তালিকার ১৫ নম্বর স্থানে রয়েছে নেপাল। তবে এই তালিকায় এক নম্বর ও তিন নম্বর দলের ক্রিকেটারদের খেলা দেখার অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। বর্তমানে এই দুই দলের খেলা নিয়ে সবাই ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন। ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার আরপি সিং, ব্যাটসম্যান রবিন উথাপ্পা এবং অভিষেক নায়ার এশিয়া কাপ ২০২৩-এ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। এই এশিয়ান টুর্নামেন্টে দুই দেশের মধ্যে তিনটি ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে। গ্রুপ পর্বে ২ সেপ্টেম্বর একটি ম্যাচ খেলার পরে সুপার ফোর পর্বে একটি ম্যাচ এবং তারপর ফাইনালে দুটি দল মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট ভক্তরাও চাইবেন শুধু ভারত ও পাকিস্তান ফাইনালে উঠুক। আসলে আসন্ন আইসিসি বিশ্বকাপের আগে এই দুই দলের কাছে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। জিও সিনেমায় আকাশ চোপড়ার শো আকাশবাণীতে আরপি সিং বলেছেন, ‘ভারত বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে, ভারতীয় দলের প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং কৌশল পরিকল্পনা সুবিধাজনক হবে। পাকিস্তানের কাছে অনেক কিছু আছে। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, যেখানে একজন বাঁহাতি স্পিনার, একজন লেগ-ব্রেক বোলার যে ব্যাটও করতে পারে, একজন বাঁহাতি ফাস্ট বোলার এবং একজন ডানহাতি ফাস্ট বোলার যার গতি ১৫০ এর কাছাকাছি।’ তিনি আরও বলেন, ‘ভারতের পক্ষে এমন সুযোগকে পুঁজি করা ভালো হবে, কারণ এটি তাদের মূল্যায়ন এবং প্রয়োজনীয় সমন্বয় করতে দেবে, তবে এটি পাকিস্তানকেও উপকৃত করবে, কারণ এটি বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে খেলার সুযোগ পাবে।’ এর পাশাপাশি রবিন উথাপ্পা জোর দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা হবে চ্যালেঞ্জিং।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা