‘কাউকে পাকিস্তানি বা মিয়াঁ-মিয়াঁ বলা নিম্ন রুচির পরিচয়’ – দৈনিক গণঅধিকার

‘কাউকে পাকিস্তানি বা মিয়াঁ-মিয়াঁ বলা নিম্ন রুচির পরিচয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১১:১৮
কাউকে ‘পাকিস্তানি’ বা ‘মিয়াঁ-টিয়াঁ’ বলে ডাকা নিঃসন্দেহে নিম্নরুচির পরিচয় দেয়। তবে ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো অপরাধের পর্যায়ে পড়ে না। এক মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ কথা বলেন ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, কর্তব্যরত অবস্থায় থাকা এক সরকারি কর্মীকে ‘পাকিস্তানি’ বলে ডেকেছিলেন অভিযুক্ত। ওই মামলার শুনানি চলছিল সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির এজলাসে। জানা গেছে, শামসুদ্দিন নামে এক সরকারি কর্মী তার সহকর্মী হরিনন্দন সিংয়ের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। শামসুদ্দিন আরটিআই বিভাগের একজন উর্দু অনুবাদক। তার অভিযোগ, একটি মামলা সংক্রান্ত নথি হরিকে দিয়েছিলেন তিনি। তবে হরি সেই নথি নিতে চাননি। পরবর্তী সময়ে নথি নিলেও তাকে তার ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। তাকে ‘মিয়াঁ’, ‘পাকিস্তানি’- এ ধরনের শব্দ ব্যবহার করে অপমান করা হয়। এমনকি চাকরি থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। যার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ (একজন সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টায় বলপ্রয়োগ), ৫০৪ (শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে একজন ব্যক্তিকে অপমান করা) এবং ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কথা বলা) ধারা আরোপ করে মামলা করেন শামসুদ্দিন। অভিযুক্তের বয়স প্রায় ৮০ বছর, তিনি বোকারোর বাসিন্দা। বোকারোর নিম্ন আদালত থেকে ঝাড়খণ্ড হাইকোর্ট, কোথাও তিনি স্বস্তি পাননি। অবশেষে সুপ্রিমকোর্ট জানিয়েছেন, এক্ষেত্রে বলপ্রয়োগ বা শান্তি ভঙ্গের ধারা আরোপের কোনো কারণ নেই। আর কাউকে ‘মিয়া’ বা ‘পাকিস্তানি’ বলে অপমান করলে, ২৯৮ ধারা প্রয়োগ করা ঠিক নয়। কারণ, এ মন্তব্য আপত্তিকর হতে পারে। তবে কোনোভাবেই অপরাধ নয়। যার জেরে হরির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে এদিন তাকে বেকসুর খালাস দেন সুপ্রিমকোর্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি