কু‌ষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

কু‌ষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১০:৪১
কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী নামে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে সেনা‌বা‌হিনী। শ‌নিবার(০৩ মে) সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী।এরপরে সকাল সাড়ে ১০টার দিকে কা‌মিনীকে মডেল থানা‌ পু‌লিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পু‌লিশ তাকে আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠিয়েছে। এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রাসেল ক‌বির বাদী হয়ে মডেল থানায় এক‌টি মামলা করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তি‌নি পলাতক ছিলেন। জানা গেছে, গোপন সংবাদের ভি‌ত্তিতে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যাপ্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যাম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকা‌নঘরে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হোসেনের টিম উপ‌স্থিত ছিলেন। এ সময় সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার করে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পেয়ে কা‌মিনী ও তার সহযোগী ‌মোস্তফা সরদার পা‌লিয়ে যায়। এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রাসেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে এক‌টি মামলা দায়ের করেন। বিষয়টি নি‌শ্চিত করে‌ কু‌ষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোশাররফ হোসেন বলেন,সেনাবা‌হিনীর অ‌ভিযানের পর থেকে কা‌মিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার করেছে। পু‌লিশের কাছে হস্তান্তর করার পর কা‌মিনীকে জেল হ‌াজতে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা