কুষ্টিয়ায় মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫ – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ২:৩৬
কুষ্টিয়ার গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জামায়াত নেতা আলী মেম্বর ও বিএনপি নেতা সুলতান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের চাপাইগাছী বাজারে গাজী-কালু-চম্পাবতি মেলার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। সোমবার যার উদ্বোধন হয়। মেলা চলাকালীন সময় আজ সন্ধ্যায় স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আলী মেম্বরের নেতৃত্বে একদল নেতাকর্মী মেলার কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা সুলতানসহ বেশ কয়েকজন নেতাকর্মী মেলা কমিটির পক্ষে অবস্থান নেন। এ নিয়ে উভয়পক্ষের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে স্থানীয় জামায়াতের অন্তত ১০ নেতাকর্মীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহত বেশ কয়েকজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন জানান, চাপাইগাছী বাজারে অবৈধভাবে মেলার আয়োজন করা হয়। ওই মেলায় অশ্লীল কার্যকলাপ চলছিল এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসী মেলা বন্ধ করে দেয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকী বাদশা এবং তার ছেলেসহ বেশ কয়েকজন এই হামলার ঘটনা ঘটিয়েছ। এতে জামায়াতের কর্মী ও স্থানীয় মাদরাসা সুপার মাওলানা হাবিবুর রহমানসহ অন্তত ১০-১২জন গুরুতর আহত হন। তবে এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, মেলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা ছিল। সোমবার থেকে অনুমোদনহীন মেলা শুরু হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু মুসল্লীসহ এলাকাবাসী মেলা বন্ধ করতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা গোসলে নেমে নিখোঁজ, সোহানার খোঁজ মিললো সাবেক স্বামীর বাসায় কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন এ্য‌াডঃ এহান উদ্দিন মনা কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার বিএনপির স্থাপিত বাক্সে জমা পড়ল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারিত্বের অভিযোগ আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই