কুষ্টিয়ায় মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫ – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ২:৩৬
কুষ্টিয়ার গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জামায়াত নেতা আলী মেম্বর ও বিএনপি নেতা সুলতান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের চাপাইগাছী বাজারে গাজী-কালু-চম্পাবতি মেলার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। সোমবার যার উদ্বোধন হয়। মেলা চলাকালীন সময় আজ সন্ধ্যায় স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আলী মেম্বরের নেতৃত্বে একদল নেতাকর্মী মেলার কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা সুলতানসহ বেশ কয়েকজন নেতাকর্মী মেলা কমিটির পক্ষে অবস্থান নেন। এ নিয়ে উভয়পক্ষের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে স্থানীয় জামায়াতের অন্তত ১০ নেতাকর্মীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহত বেশ কয়েকজনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন জানান, চাপাইগাছী বাজারে অবৈধভাবে মেলার আয়োজন করা হয়। ওই মেলায় অশ্লীল কার্যকলাপ চলছিল এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসী মেলা বন্ধ করে দেয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকী বাদশা এবং তার ছেলেসহ বেশ কয়েকজন এই হামলার ঘটনা ঘটিয়েছ। এতে জামায়াতের কর্মী ও স্থানীয় মাদরাসা সুপার মাওলানা হাবিবুর রহমানসহ অন্তত ১০-১২জন গুরুতর আহত হন। তবে এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, মেলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা ছিল। সোমবার থেকে অনুমোদনহীন মেলা শুরু হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু মুসল্লীসহ এলাকাবাসী মেলা বন্ধ করতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা