কুষ্টিয়ায় ২ ষাড়ের ওজন ৬০ মণ; দাম ২৩ লাখ – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় ২ ষাড়ের ওজন ৬০ মণ; দাম ২৩ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ১০:৪২
কোরবানীর ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুটি ষাঁড় নজর কেড়েছে সবার। এর মধ্যে একটির নাম মার্শাল, আরেকটি বুলেট। মার্শালের ওজন সাড়ে ৩৮ মণ, দাম দাম চাওয়া হচ্ছে ১৩ লাখ। বুলেটের ওজন সাড়ে ২২ মণ; দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। উপজেলার মানুষজনের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ষাঁড় দুটি। তাই প্রতিদিন দেখতে আসছেন অনেকে। কেউ কেউ দরদাম করছেন। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর ঘোষপাড়ায় ‘রূপাই ডেইরি ফার্মে’ মার্শালকে লালন-পালন করা হয়েছে। সাদা-কালো রঙের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ ফুট ও উচ্চতা সাড়ে ছয় ফুট। সাড়ে চার বছর আগে ফার্মেই জন্ম। প্রাকৃতিক পরিবেশে কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড় ও ভুট্টার গুঁড়ার মতো দেশীয় খাবার খাইয়ে বড় করা হয়েছে। মঈদুল ইসলাম গত ৫ বছর ধরে রূপাই ডেইরি ফার্মের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি গণঅধিকারকে বলেন, ‘আমাদের ফার্মে ৯০টি গাভিসহ ছোট-বড় ১৫৫টি গরু আছে। এর মধ্যে সবচেয়ে বড় গরু মার্শাল। যত্ন সহকারে লালন-পালন করেছি। কাঁচা ঘাস, খড় ছাড়াও প্রতিদিন ১৩-১৬ কেজি দানাদার খাবার দেওয়া হয়। বিশেষ করে গমের ভুসি, মসুর ডাল, মুগ ডাল, কলাই, অ্যাংকর ডালের গুঁড়া, সরিষা ও সয়াবিনের খৈল খাওয়ানো হয়। সঙ্গে দেওয়া হয় চিটাগুড়। কোনও প্রকার ফিড বা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করায় ফ্যান ছাড়াও থাকতে পারে। তবে দিনে দুবার গোসল করাতে হয়। গড়নে বিশাল আকৃতির হলেও স্বভাবে শান্তশিষ্ট।’ গোখাদ্যের দাম বেশি হওয়ায় মার্শালের পেছনে বছরে খরচ হয়েছে ২ লাখ টাকার বেশি এমনটি জানালেন রূপাই ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার রায়। তিনি বলেন, ‘এই হিসাবে এখন পর্যন্ত গরুটির পেছনে ১০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। তাই ১৩ লাখ টাকা বিক্রি করতে চাই।’ অপরদিকে, বুলেটের দৈর্ঘ্য ৭ ফুট ৮ ইঞ্চি, প্রস্থ ৫ ফুট। সাদা-কালো মিশেলের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি আদর-যত্নে লালন-পালন করে বড় করেছেন উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামের খামারি মনিরুজ্জামান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শখের বসে নিজের সন্তানের মতো আদর-যত্নে ৪ বছর ধরে বুলেটকে বড় করে তুলেছি। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এখন খরচ সামলাতে পারছি না। ১০ লাখ টাকা হলে বিক্রি করে দেবো।’ এবার কোরবানির জন্য কুমারখালীর ৩৮০০ টি খামারে গরু, মহিষ ও ছাগলসহ প্রায় ২৪ হাজার প্রাণী প্রস্তুত আছে বলে জানালেন কুমারখালি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘যা উপজেলার চাহিদার বেশি। উদ্বৃত্ত প্রাণীগুলো চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়। গরু মোটাতাজাকরণে বিভিন্ন প্রদর্শনী ও প্রণোদনা দিয়ে খামারিদের সহযোগিতা করছে সরকার। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গত কয়েক বছরে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক