‘গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম’ : চঞ্চল – দৈনিক গণঅধিকার

‘গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম’ : চঞ্চল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৪ | ২:৫৬
দেশের বেশিরভাগ মানুষ যখন উচ্ছ্বাসে ভাসছে, শিল্পী তখন হতাশায় নিমজ্জিত। এই শিল্পী ঘরপোড়া ‘জলের গান’র রাহুল আনন্দ নয়। তার সব তো পুড়েই ছাই। তবে এরমধ্যে যুদ্ধ শেষে অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আরও একজন প্রকৃত শিল্পীকে ঠেলে দেওয়া হচ্ছে আগুনের দিকে, সোশ্যাল হ্যান্ডেলে। তিনি চঞ্চল চৌধুরী, যিনি গত দেড় দশকে দেশের সবচেয়ে সফল ও প্রশংসিত বহুমাত্রিক অভিনেতা। সেই অভিনেতা যেন হতাশায় ডুবে গেছেন। একদিকে ঘরে মায়ের অসুস্থতা অন্যদিকে সোশ্যাল হ্যান্ডেলে তাকে নিয়ে ট্রল, এতোটা দুঃসময় বুঝি আসেনি অভিনেতার জীবনে। অভিনেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতোটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাবো, সেটি কল্পনাও করিনি। আমি তো সারাটাজীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি। রাজনৈতিক সভা-সমাবেশ তো করিনি। রাজনৈতিক একটিভিটির জন্য কতো ডাক পেয়েছি, কখনও সাড়া দিইনি। অথচ এখন আমি সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন। এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই।’ চঞ্চলের ভাষায় স্পষ্ট, কিছু দুষ্কৃতকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যে মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। অভিনেতা ছাত্রদের আন্দোলন সমর্থন করেননি, সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর গল্পটাও ভাইরাল হয়ে আছে সোশ্যালে। সব মিলিয়ে চঞ্চল চৌধুরী প্রচণ্ড অস্বস্তি আর হতাশার মধ্যে আছে। সেটি থেকে কাটিয়ে ওঠার লক্ষ্যে এবং ভক্তদের কাছে তার অবস্থান ও পরিস্থিতি তুলে ধরার জন্য শুক্রবার (৯ আগস্ট) দুপুরে একটি বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনও বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনও পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বিষয়ে বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনও কিছুর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’ এমন ঘোষণা সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন অভিনেতা। কিন্তু না। এ যেন হিতে বিপরীত। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ উঠেছে। প্রসঙ্গটি টানতেই থমথমে কণ্ঠে চঞ্চল চৌধুরী বললেন, ‘আমি প্রতিটি মন্তব্য মন দিয়ে পড়ছি। কিছু মন্তব্য বহুবার পড়ছি। এবং আমি প্রতিজ্ঞা করছি, এর একটি মন্তব্যও মুছবো না। ধরে নিলাম, দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি। যাদের জন্য গত তিনটা দশক অক্লান্ত শ্রম, ঘাম, মেধা আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি-মন্ত্রী হতে পারতাম। হইনি। কারণ, এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম।’ চঞ্চল চৌধুরী জানান, গত ১৫ দিন অভিনেতা ও তার পরিবারের সদস্যরা ভুগছিলেন প্রচণ্ড জটিলতায়। কারণ গ্রামের বাড়িতে তার মায়ের অসুস্থতা। এরমধ্যে চলছিলো কারফিউ আর অবরোধ। ইন্টারনেট আর ফোনের নেটওয়ার্কও ছিলো না থাকার মতো। সবমিলিয়ে অভিনেতা ব্যস্ত ছিলেন অসুস্থ মা’কে গ্রাম থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করানোর জটিলতায়। এরমধ্যে ঢাকায় নিয়ে আসতে পারলেও ভর্তি করাতে পারেননি হাসপাতালে, কারণ কারফিউ আর সড়ক অবরোধ। অবশেষে ঢাকায় বোনের বাসায় রেখেই চিকিৎসা শুরু করেন মায়ের। চঞ্চলের ভাষায়, ‘ছাত্র-জনতার আন্দোলনের পুরোটা সময় আমি ও ভাই-বোনেরা মায়ের অসুস্থতায় আটকে ছিলাম। দেশে কী ঘটে যাচ্ছে, সেদিকেও খোঁজ রাখার সুযোগ পাইনি। মা এখন খানিকটা সুস্থ, দেশটাও স্থির হচ্ছে ক্রমশ। এরমধ্যে একটি পক্ষ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার বিভিন্ন মন্তব্য প্রচার করছে। অথচ গত ১৫/২০ দিনে আমি কোনও মিডিয়ার সঙ্গে কথা বলারই সুযোগ পাইনি। এখন এই অসহায় রক্তক্ষরণের গল্পটা কাকে বোঝাবো আমি?’ বলা দরকার, ১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত টলিউডের সিনেমা ‘পদাতিক’। যেখানে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ছবিটির প্রথম দিনের প্রথম শো দেখতে এবং প্রচারণায় অংশ নিয়ে ভারত যাওয়ার কথা থাকলেও, এই বিষণ্ণ সময়ে তিনি যাবেন কি না; সেটি চূড়ান্ত করতে পারেননি ‘মনপুরা’র অসহায় সোনাই। কারণ, নেটাগরিকদের কাছে অভিনেতা এখন ‘আয়নাবাজি’র শরাফত করিম আয়না! বিপরীতে অভিমানের ‘কারাগার’-এ আটকে আছেন চঞ্চল চৌধুরী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক