চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত – দৈনিক গণঅধিকার

সব হাসপাতালে নেই ভ্যাকসিন

চুয়াডাঙ্গায় ৬ দিনে কুকুরের কামড়ে ৫৬ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৪ | ১০:৩০
চুয়াডাঙ্গায় সম্প্রতি কুকুরের উৎপাত বেড়ে গেছে। কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিশু, পথচারীসহ স্থানীয়রা। গত ৬ দিনে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৫৬ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকলেও জেলার ৩ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। এতে বাধ্য হয়ে দূর-দূরান্তের রোগীরা সদর হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন উপজেলায় কুকুরের উৎপাত বেড়েছে। এসব কুকুরের আক্রমণে শিশুসহ নারী-পুরুষ সবাই জখম হচ্ছেন। বিশেষ করে রাতের বেলা সড়কে চলাচল করা দায় পড়েছে। তাড়া করছে কুকুরের দল। চুয়াডাঙ্গা পৌরসভার সুমিয়াদিয়া এলাকার বাসিন্দা বিজয় আরিয়ান বলেন, ‘আমাদের এলাকায় গত চারদিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে। পাশ দিয়ে কেউ গেলে তেড়ে আসছে।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক বলেন, আইন অনুযায়ী কুকুর নিধনের অনুমতি নেই। তবে যেহেতু শহরে কুকুরের উৎপাত বেড়েছে, সবাইকে সচেতন থাকতে হবে। সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন রয়েছে। অন্য উপজেলাগুলোতে যাতে ভ্যাকসিনের মজুত রাখা হয়ে সেজন্য নির্দেশনা দেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ড. কিসিঞ্জার চাকমা বলেন, চাইলেই কুকুর মেরে ফেলা যায় না। আইনগত কিছু বিধিনিষেধ রয়েছে। নিয়মের মধ্যে যতটুকু সম্ভব তা করা হবে। হাসপাতালগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন থাকে, সে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক