নেত্রকোনা প্রতিনিধি
আরও খবর
কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন
গাংনীতে ৩ প্রতিষ্ঠানে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
মুরাদনগরে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
সিআইপি নির্বাচিত হলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার
নেত্রকোনা-৪(মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী) আসনে জামায়াতের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজ হাতে নিজের নির্বাচনী পোস্টার,বিলবোর্ড ও প্রচারসামগ্রী অপসারণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলতে দেখা যায় তাকে।
পোস্টার সরানো বিষয়ে আল হেলাল তালুকদার বলেন, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, দুই থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।
তিনি আরও বলেন, আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। হাতে সময় থাকলেও আইনকে সম্মান জানিয়ে নিজ থেকে আগেই এ কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
এর আগে নির্বাচন কমিশন জানায়, তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।