
নিউজ ডেক্স
আরও খবর

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের
টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

ব্রিজটাউনে স্কটিশদের কাছে টসে হেরে গেছে ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটিশরা।
অবশ্য ইংল্যান্ড অধিনায়ক মনে করছেন, টস হেরেই ভালো হয়েছে। কারণ তারা টস জিতলে আগে বোলিংই নিতেন। জস বাটলার বলেন, ‘প্রথমে বল করতে পারলেই ভালো হবে। এটা দারুণ মাঠ, প্রত্যেকে উত্তেজিত। জোফরা আর্চারকে ফিরে পেয়ে খুশি। সে ভালো বোলিং করছে। তাকে নিয়ে আমাদের উচ্চ আশা আছে। মার্ক উড ও ক্রিস জর্ডানকে নিয়েছি। একজন বাড়তি পেসার রাখছি দলে।’
স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাট করছি। উইকেট শুষ্ক লাগছে। উইকেট পাল্টে যেতে পারে। মনিয়ে নিয়ে ভালো স্কোর করতে হবে। আমাদের চোখ সামনের দিকে, তবে মনোযোগ কেবল আজকের ম্যাচ ঘিরে। দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ হয়ে আছি।’
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মানসি, মাইকেল জোন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাট ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস সোল, ব্র্যাড কুরি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।