ট্রুডোর মুখেও ট্রাম্পবিরোধিতা – দৈনিক গণঅধিকার

ট্রুডোর মুখেও ট্রাম্পবিরোধিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ৪:৩৮
একের পর এক নিষেধাজ্ঞা, বিতর্কিত মন্তব্য ও হুমকির জেরে বিশ্বব্যাপী বাড়ছে ট্রাম্পবিরোধিতা। ক্ষমতায় আসার পর থেকে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি ইউক্রেন ইস্যুকে ঘিরে আবারও আলোচনার তুঙ্গে তিনি। জেলেনস্কি কাণ্ড নিয়ে যেখানে ইউরোপীয় নেতারা ট্রাম্পের বিপরীতে অবস্থান করছে, ঠিক এমন সময়ই ঝোপ বুঝে কোপ মারলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আবারও শক্ত অবস্থান নিলেন তিনি। সোমবার এ বিষয়ে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে বৈঠক করেন ট্রুডো। সিএনএন। চার্লসের সঙ্গে বৈঠকের সময় কানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গটি তুলে আনেন ট্রুডো। তবে বিষয়টি নিয়ে আগের দিন রোববার সাংবাদিকদের ট্রুডো বলেন, বরাবরের মতো আমরা কানাডা এবং কানাডিয়ানদের জন্য যা গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বলতে পারি–কানাডিয়ানদের কাছে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যে কোনো কিছুর ঊর্ধ্বে।’ এরপর কানাডাকে শোষণ করার নিন্দা জানিয়ে ট্রুডো আরও বলেন, কানাডাকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনা একটি বাস্তব জিনিস এবং এটি দেশের প্রাকৃতিক সম্পদের সঙ্গে সম্পৃক্ত।’ এরপর সাংবাদিকরা ট্রুডোকে পালটা প্রশ্ন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রুডো কানাডার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলেছেন কিনা। জবাবে ট্রুডো বলেন, আমাদের মিত্ররা কানাডার নির্ভর থাকতে, কানাডাকে শক্তিশালী করতে এবং স্বাধীনতা রক্ষার্থে সর্বদা কাজ করবে। কিন্তু এর আগে বৃহস্পতিবার যখন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সামনে কানাডা প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞাসা করে তখন স্টারমার বলেন, সাংবাদিকরা ওয়াশিংটন এবং লন্ডনের মধ্যে একটি বিভাজন খুঁজছেন, যার অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, আমরা সবচেয়ে কাছের জাতি এবং আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। কিন্তু আমরা কানাডা নিয়ে আলোচনা করিনি। এ বিষয়ে গত শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে স্টারমারের মন্তব্যের পরে কানাডা এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক ডিএনএতে রয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে আছেন বলে জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। নির্বাচনের আগ পর্যন্ত তিনি দেশটির অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা নিখোঁজ বিজ্ঞপ্তি