
নিউজ ডেক্স
আরও খবর

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নিখোঁজ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া সরকারি কলেজে ‘গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ পালিত

আমলা সরকারি কলেজে র্যালি ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত

মিরপুরে ৫ আগস্ট উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা

কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে
তরুণ নেতৃত্ব বিকাশে কুষ্টিয়ার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের প্রশিক্ষণ সম্পন্ন

কুষ্টিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আয়োজনে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শুরু হয় ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে এবং শেষ হয় ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে। কুষ্টিয়ার দিশা টাওয়ারের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এই কর্মসূচি তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন পিস এাম্বাসেডর অধ্যাপক আব্দুল মান্নান বাদশা, মো: আসাদুজ্জামান, সুজনের জেলা সভাপতি ও পিএফজির সদস্য আবু হেনা মুহাম্মদ গোলাম রসুল বাবলু।
প্রশিক্ষণটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং এক্সপার্ট জনাব উত্তম কুমার সরকার এবং খুলনা ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ। সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
এই প্রশিক্ষণে ছাত্রদল, ছাত্রমজলিশ, যুব মৈত্রী, ছাত্র অধিকার এবং অন্যান্য যুব সংগঠনের মোট ২০ জন সক্রিয় যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে গণতন্ত্র, নাগরিক অধিকার, আত্মপরিচয়, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব বিকাশ এবং দলগঠনের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা একটি সোশ্যাল অ্যাকশন প্ল্যান গঠন করেন, যা তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রদান করবে।
সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণের অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা শেয়ার করে জানান যে, এই প্রশিক্ষণ তাদের নেতৃত্ব গুণাবলি বিকাশে নতুন দিক উন্মোচন করেছে। উপস্থিত সকলেই এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ নেতৃত্ব বিকাশে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।