দর্শনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক – দৈনিক গণঅধিকার

দর্শনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৪ | ১১:১৯
দেশজুড়ে যখন বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্ক, ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে আজমির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আজমির ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে। মৃত শিশুর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলছিল আজমির। সে ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে গ্রামের একজন ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। এ সময় আজমিরকে ইঁদুরে কামড় দিয়েছে বলে জানান ওঝা। কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু আজমিরের এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অনেকে না বুঝেই ফেসবুকে ‘রাসেলস ভাইপার’ বলে গুজব ছড়াচ্ছে। তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গুজব রোধে সবাইকে সতর্ক হতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমার জানা নেই। তবে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক