নতুন বউকে ঈদে সুতা কিনে দেওয়ারও সামর্থ্য নাই – দৈনিক গণঅধিকার

নতুন বউকে ঈদে সুতা কিনে দেওয়ারও সামর্থ্য নাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৩ | ৫:১২
‘এই ছিল কপালে লেখা। এক আগুনে সব শেষ। ১০-১২ লাখ টাকার জিন্স প্যান্ট পুড়ে ছাই। ক্যাশে থাকা ১ লাখ টাকা রক্ষা করতে পারলেও তো সান্ত্বনা পেতাম। মানিব্যাগে ২শর মতো টাকা ছিল। সেটা নিয়ে শনিবার ভোররাতে দোকান থেকে বের হয়েছিলাম। দুই বন্ধু আজ ১ হাজার টাকা দিয়ে গেল। বিয়ে করলাম দেড় মাসও হয়নি। ঘরে নতুন বউ, ঈদে এখন সুতা কিনে দেওয়ারও সামর্থ্য নাই।’ রাজধানীর নিউ সুপারমার্কেটে আগুন লেগে পুড়ে যাওয়া নিজের দোকানের সামনে গতকাল রোববার আহাজারি করে এসব কথা বলছিলেন যুবক রবিউল আউয়াল সাদ্দাম। মার্কেটের তৃতীয় তলায় ‘ড্রিম টাচ গ্যালারি’ নামে দোকানের কর্ণধার তিনি। মালিকের আহাজারি দেখে কান্না থামাতে পারছিলেন না কর্মচারী সাব্বির। তিনি বলেন, মালপত্র, নগদ টাকা ও ড্রয়ারে রাখা সার্টিফিকেট পুড়ে গেছে। কত স্বপ্ন ছিল। এখন পথের ভিখারি হয়ে গেছি। চাঁদপুরের কচুয়ার বাসিন্দা রবিউল ব্যবসার পাশাপাশি লেখাপড়া করছেন নর্দান ইউনিভার্সিটিতে। মাঝে কিছুদিন চাকরিও করেছেন। দুই বছর আগে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। নিউ সুপারমার্কেটে জিন্স প্যান্টের দোকান খুলে বসেন। ব্যবসা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু শনিবারের অগ্নিকাণ্ডে যেন সব থেমে গেল। রবিউল জানান, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধারদেনা করেই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন তিনি। সব মিলিয়ে ৮ লাখ টাকা ঋণ আছে। দুই কর্মচারী সাব্বির ও ফরহাদকে নিয়ে দোকানটি চালিয়ে আসছেন। শনিবার ভোরে তাঁর বাবা ফোন করে আগুন লাগার খবরটি জানান। এর পর দৌড়ে দোকানে গিয়ে দেখেন, চারদিকে আগুন। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মার্কেটের বিসমিল্লাহ পোশাক হাউসের মালিক শহীদুল ইসলামও নিজের পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি জানান, ২০ বছর ধরে নিউমার্কেট এলাকায় ব্যবসা করছেন। এক দোকানের ওপর পুরো সংসার চলে। ২৩৩ নম্বর দোকানটি তাঁর কেনা। নিজের জায়গায় পোশাক বিক্রির প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। বৃদ্ধ মা, সন্তান ও নাতিদের ভরণপোষণ দোকানের আয় থেকে চলে। করোনার কারণে তিন বছর ব্যবসা তেমন ছিল না। এবার একটু লাভের মুখ দেখার আশায় ছিলেন। শহীদুল বলেন, আগুন লাগার খবর পেয়ে দোকানে ছুটে যান। ছেলেদের সঙ্গে ধরাধরি করে কিছু মালপত্র নামানোর চেষ্টা করেন। অনেক মালপত্র নষ্ট হয়ে গেছে। আগুন থেকে বাঁচিয়ে নামানো মালপত্রের একটি বস্তা কে বা কারা নিয়ে গেছে। শহীদুলের প্রশ্ন– কেন সিটি করপোরেশন ঈদের আগে মার্কেট সংলগ্ন ফুট ওভারব্রিজটি ভাঙতে গেল? ওই মার্কেটের তৃতীয় তলায় পোশাকের দোকান রয়েছে রোকসানা ও তাঁর স্বামী পারভেজের। দোকানের নাম ‘আয়ান রয়েল ব্র্যান্ড’। স্বামী-স্ত্রী দু’জন দোকানে বসেন। রোকসানা বলেন, ঈদ উপলক্ষে কয়েক লাখ টাকার মালপত্র তুলেছিলেন। সব মিলিয়ে দোকানে ২৫ লাখ টাকার মতো পোশাক ছিল। এখন কীভাবে সংসার চলবে, তা ভেবে কূলকিনারা করতে পারছেন না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি