
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিনিধির অনুরোধ

আসন্ন নির্বাচনের সময় জাতিসংঘের প্রতিনিধিসহ অন্য বিদেশিদের নিরাপত্তায় যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল উনাইশি লুতু ভুনিয়াওয়াক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো শঙ্কার কারণ নেই, তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন।
সচিবালয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করেন উনাইশি লুতু ভুনিয়াওয়াক। এ সময় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানেই এসব বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আসন্ন নির্বাচনের কথা বলেছেন। তারা বলেছেন, জাতিসংঘের প্রতিনিধিসহ বিদেশি যারা থাকবেন, তাদের যেন নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। তাদের জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘসহ অন্যান্য বন্ধু দেশের যেসব লোক এখানে কাজ করছেন, তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন কিছু ঘটবে না, যার জন্য তারা আতঙ্কিত হতে পারেন কিংবা তারা অসুবিধায় পড়তে পারেন আর নির্বাচনের সময় একটি উৎসবের আমেজ আসবে।
এ সময় সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন- যেহেতু জাতিসংঘের প্রতিনিধি নিরাপত্তার কথা বলেছেন, তাহলে কি তারা সংঘাতের কোনো আশঙ্কার কথা বলেছেন?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোনো ধরনের আশঙ্কা প্রকাশ করেননি। মূলত জাতিসংঘের কর্মকর্তা, যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, তাদের কোনো অসুবিধা হবে কিনা, তারা এটিই জিজ্ঞাসা করেছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।