পাকিস্তানে ‘ভূতুড়ে’ বিমানবন্দর – দৈনিক গণঅধিকার

পাকিস্তানে ‘ভূতুড়ে’ বিমানবন্দর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৪
বিলাশবহুল লাউঞ্জ। গাড়ি রাখার বিশাল পার্কিং লট। তাক লাগানো ফুডকোর্টের সঙ্গে মনমুগ্ধকর রেস্টরুম। অভিনব এই বিমানবন্দরটি অবস্থিত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। এতকিছু থাকতেও নেই যেন মূল জিনিসই। চোখ ধাঁধানো বিমানবন্দরটিতে ভুলেও আসে না কোনো যাত্রী। ফলে উদ্বোধনের পরও চলছে না কোনো উড়োজাহাজ। ফলে বালুচিস্তান প্রদেশের জনমানবশূন্য গয়াদর বিমানবন্দরটি রীতিমতো ‘ভূতুড়ে’ তকমা পেয়েছে। সিএনএন। গত বছরের অক্টোবরে রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে আরব সাগরের কোলের শহরটিতে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে শাহবাজ শরিফ সরকার। এর নির্মাণে যাবতীয় খরচ করেছে চীন। প্রায় ২৪ কোটি ডলার খরচ করে তৈরি হয়েছে বিশাল প্রকল্প। তবে বিমানবন্দরটির এমন অচলাবস্থার পেছনে রয়েছে বহু কারণ। প্রথমত, আর্থিক দিক থেকে পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া প্রদেশে বিশালবহুল এই বিমানবন্দর নির্মাণ করেছে চীন। গয়াদরের লোকসংখ্যা আনুমানিক ৯০ হাজার। তাদের মধ্যে অধিকাংশেরই বিমানের টিকিট কাটার মতো অর্থ নেই। উলটো বেলুচিস্তানে সক্রিয় রয়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। তারা প্রায়ই পাক ফৌজকে নিশানা করে। এমন আতঙ্কে গায়দরে আসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরাও। দ্বিতীয়ত, বেলুচিস্তানের আরব সাগর লাগোয়া ওই শহরে রয়েছে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের মারাত্মক সমস্যা। বিমানবন্দরে আলো জ্বালাতে তাই ভরসা প্রতিবেশী রাষ্ট্র ইরানের পাওয়ার গ্রিড বা সৌর প্যানেল। এমন প্রকল্পে বেশ চটেছেন স্থানীয়রা। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে নিজেদের দুরবস্থার বর্ণনা দিয়েছেন গয়াদরবাসী ৭৬ বছরের খুদাবক্স হাশিম। তার কথায়, একটা সময়ে গয়াদর লাগোয়া পাহাড়ে বা গ্রামে সারা রাত ধরে আমরা পিকনিক করতাম। তাতে কতই না মজা হতো! আর এখন তো বাড়ি থেকে বেরিয়ে দশ পা গেলে বলতে হয়, আমি কে বা কোথা থেকে কী উদ্দেশ্যে এসেছি। এর থেকে লজ্জার আর কিছু নেই। তিনি আরও বলেন, গত ৪০ দশকে গয়দর ছিলো ওমানের অংশ। এখানে নোঙর ফেলত অধিকাংশ মুম্বাইগামী জাহাজ। পুরুষরা সবাই কাজ পেত। বন্দরশহরে কেউ খালি পেটে ঘুমাতে যেত না। এমনকি খাবার পানির কোনো অভাব ছিলো না। কিন্তু এখন চীনের সঙ্গে হাত মিলিয়ে সবই লুটতে বসেছে পাক সরকার। বিশ্লেষকদের মতে, এ প্রকল্পের জেরে মারাত্মকভাবে ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। উল্লেখ্য, গয়াদরের আগে বিশ্বের সবচেয়ে ফাঁকা বিমানবন্দরের তকমা পেয়েছিল শ্রীলংকার হাম্বানটোটা। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নামাঙ্কিত ওই বিমানবন্দরটি তৈরি করতে সাড়ে ১৭ হাজার কোটি খরচ করেছিল কলম্বো। এর মধ্যে ১৬ হাজার কোটি টাকাই দিয়েছিল চীনের এক ব্যাংক। হাম্বানটোটা বিমানবন্দর নির্মাণকে ‘সাদা হাতি পোষা’র শামিল বলে ব্যাখ্যা করেছেন আর্থিক বিশ্লেষকরা। কেননা প্রকল্পটির জেরে একটা সময়ে দ্বীপরাষ্ট্রটি দেউলিয়া পর্যন্ত হয়ে গিয়েছিল। একই কায়দায় নেপালের পোখরায় বিমানবন্দর তৈরি করেছে চিনা রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর জন্য বেইজিং থেকে বিপুল ঋণ নিয়ে বিপাকে পড়েছে কাঠমান্ডু। পোখরার ওই বিমানবন্দরও যাত্রীর অভাবে ধুঁকছে। ফলে গয়াদরের চীনের তৈরি বিমানবন্দর পাক অর্থনীতিকে বিপদে ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞের দল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা