পাঞ্জাবের পরাজয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বেঁচে রইলো হায়দরাবাদের – দৈনিক গণঅধিকার

পাঞ্জাবের পরাজয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা বেঁচে রইলো হায়দরাবাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ১১:০৯
আইপিএলে নিজেদের শেষ ম্যাচে কাজটা করে রাখলো সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ দুইয়ে থাকতে আজ জয়ের প্রয়োজন ছিল। পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে আপাতত দুইয়ে ফিরলেও সেটা থাকছে ক্ষণিকের জন্য। কারণ তাদের দুইয়ে থাকা, না থাকা নির্ভর করছে রাতের কলকাতা-রাজস্থান ম্যাচের ওপর। রাজস্থান হারলেই কেবল হায়দরাবাদের দুইয়ে থাকা নিশ্চিত। রান উৎসবের ম্যাচে প্রথমে ব্যাট করেছে পাঞ্জাব। টপের তিন ব্যাটার অথর্ব তাইড়ে, প্রভশিমরন সিং ও রাইলি রুশোর ঝড়ো ব্যাটিং বড় স্কোরের ভিত গড়েছে। তাইড়ে ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬, প্রভশিমরন সিং ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ এবং রুশো ২৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে খেলা ৩২ রানের অপরাজিত ইনিংসও স্কোর বাড়তে সাহায্য করে। তাতে ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের স্কোর পায় পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে ৩৩ রানে দুটি উইকেট নেন টি নটরাজন। একটি করে নিয়েছেন প্যাট কামিন্স ও বিজয়কান্থ। বড় স্কোরের বিপরীতে ট্রাভিস হেডকে প্রথম বলে হারিয়ে ধাক্কা খায় হায়দরাবাদ। তাতেও সমস্যা হয়নি। ওপেনার অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিংয়ে দলটি সেই ধাক্কা কাটিয়ে ওঠে। শুধু কি তাই? পাওয়ার প্লে যেভাবে কাজে লাগানো প্রয়োজন সেটাও করেছেন তিনি। এ সময় রাহুল ত্রিপাঠি তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। পঞ্চম ওভারে ত্রিপাঠি ১৮ বলে ৩৩ রানে ফিরলেও অভিষেকের ব্যাটে ২ উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৮৪ রান তুলে ফেলে হায়দরাবাদ । তার পর হাফসেঞ্চুরিও পেয়েছেন ২১ বলে। অভিষেক শেষ পর্যন্ত ভিত গড়ে দিয়ে ৬৬ রানে ফিরেছেন। তার ২৮ বলের ইনিংসটি ছিল ৫টি চার ও ৬টি ছয়ে সাজানো। অভিষেক যখন আউট হন, স্কোর ছিল ৩ উইকেটে ১২৯। তার পর নিতিশ কুমার ও হাইনরিখ ক্লাসেন মিলে দলকে জয়ের পথে আরেকটু এগিয়ে দিয়েছেন। ৪৭ রান যোগ করেন তারা। ২৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে নিতিশ আউট হলে ভাঙে জুটি। ক্লাসেন তখন বিধ্বংসী ব্যাটিংয়ে প্রান্ত আগলে ছিলেন। দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে তিনি ফিরেছেন ২৬ বলে ৪২ রান করে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। ৬ উইকেট হারানো দলটি তার পর ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আব্দুল সামাদ (১১*) ও সানভির সিংয়ের (৬*) ব্যাটে। পাঞ্জাবের ৩৭ রানে দুটি উইকেট নিয়েছেন আরশদীপ সিং। ৪৯ রানে দুটি নিয়েছেন হার্শাল প্যাটেলও।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা