ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয় – দৈনিক গণঅধিকার

ফাল্গুনের শেষ সন্ধ্যায় শিখরস্পর্শী জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:২০
স্বপ্নের কোনো প্রাচীর নেই। আকাঙ্ক্ষা কখনো মেয়াদোত্তীর্ণ হয় না। কোনো কিছুই অসম্ভব নয়। স্বপ্ন তাড়া করুন। তারপর ধরে ফেলুন। আর দৃষ্টিটাকে প্রসারিত করুন রোদেলা আকাশে। ছায়া পড়ে থাকবে আপনার পেছনে। একটি জয় নিয়ে এত শব্দ খরচ করার কারণ, শিখরস্পর্শী সফলতা ঠিকঠাকভাবে তুলে ধরতে যে জুতসই শব্দই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পরশু ফাল্গুনের শেষ সন্ধ্যায় মিরপুর মোহনীয় হয়ে ওঠে বাংলাদেশের মধুরতম জয়ে। একটি জয় বলাটা কি ঠিক? জয় তো আসলে তিনটি। এক, দুই, তিন-ইংল্যান্ড চুনকাম, যা কোনোদিন হয়নি তা হলো। মায়াবী বিভ্রম নয়, বাস্তব। নিছক ১৬ রানের জয় আলবৎ নয়। ৩-০তে টি ২০ সিরিজ নিজেদের করে নেওয়ার গরিমা কীভাবে বোঝাবেন? তিন সংস্করণের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটেই যে এতদিন সাকিব, মোস্তাফিজরা নিজেদের পিছিয়ে থাকাটা কবুল করতে কুণ্ঠাবোধ করতেন না! সেই সংস্করণেই জাদু! তাহলে কোন জিয়ন কাঠির স্পর্শে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পর্যুদস্ত করে, কোন পারঙ্গমতায় বাটলারদের পরাভূত করে নাজমুল, লিটনরা জীবনের চেয়ে বড় চরিত্র হয়ে উঠলেন। জীবনের মতো ক্রিকেটও ‘আনপ্রেডিক্টেবল’। মানুষের জীবনে অনেক বাঁকবদল, চড়াই-উতরাই থাকে। ক্রিকেটেও তাই। ১৩তম ওভার শেষে ইংল্যান্ড যখন এক উইকেটে ১০০, জয় তখন ৫৯ রান দূরে। কে ভেবেছিল সেখান থেকেই তাদের পিছলে পড়ে যাওয়া শুরু। তৃতীয় ও শেষ টি ২০র পান্ডুলিপি রচয়িতা তাই ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি এমন শ্বাসরুদ্ধকর করে তোলেন যে, গায়ে চিমটি কেটে নিশ্চিত হতে হয়, যা দেখলাম তা কি সত্যি, না স্বপ্ন। নাকি মায়াবী বিভ্রম। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড ২৮ রানের যোগে পাঁচ উইকেটের বিয়োগ ঘটিয়ে সর্বস্বান্ত হয়ে লন্ডনের ফিরতি বিমান ধরবে, তা কে ভেবেছিল। কিন্তু আপনি যা ভাববেন তা-ই হবে, ক্রিকেট আপনাকে সেই নিশ্চয়তা দেবে কেন! পৃথিবীর নিয়ম হলো, সব সময় সে সফলদের কুর্নিশ করে। পরাজিতকে কেউ মনে রাখে না। পৃথিবীতে লোকও আছে দুই ধরনের। এক, যারা পৃথিবীর সঙ্গে চলে। দুই, পৃথিবী যাদের সঙ্গে চলে। বাংলাদেশ দল এখন এমন পর্যায়ে নিজেদের নিয়ে গেছে যে, ক্রিকেট তাদের সঙ্গে চলবে। তাই সাকিব, মিরাজদের কীর্তি বিশ্লেষণে শব্দের পর শব্দ খরচ করে তাদের মাহাত্ম্য ঠিকঠাকভাবে তুলে ধরাটা দুরূহ বৈকি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, ইংল্যান্ড হালকাভাবে নিয়েছিল বাংলাদেশকে। আধুনিক ক্রিকেটে কোনো বোকাই শুধু হালকাভাবে নিতে পারে প্রতিপক্ষকে। সাবেক বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসানের কথা বরং ধর্তব্য-‘বাংলাদেশের টাইগাররা সত্যি স্নাতক সম্পন্ন করেছে। পেশাদার পারফরম্যান্সে মোড়ানো খেলায় ইংলিশ লায়নদের একেবারে উড়িয়ে দিয়েছে তারা।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি