ফেনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী থানায় হাজির – দৈনিক গণঅধিকার

ফেনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী থানায় হাজির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১১:০৬
ফেনীতে স্ত্রী সিনথিয়া ইসলাম খুশবু ইলাকে (২৪) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে নিজেই থানায় গিয়ে হাজির হয়েছেন স্বামী আলী আক্কাছ রনি (২৫)। বুধবার (১২ জুন) সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চর গণেশ গ্রামের শেখ পাড়া ওমর ফারুকের বাড়িতে ঘটনাটি ঘটে। আলী আক্কাছ রনির বাড়ি ভোলা জেলায়। আলী আক্কাছ রনি ও সিনথিয়া ইসলাম খুশবু ইলার পরিবার ঢাকার মুগদায় পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। রনি তারা বাবা মো. রতন ও নুরজাহান বেগমকে নিয়ে মুগদা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সিনথিয়া ইসলাম খুশবু ইলা ঢাকার যাত্রাবাড়ি থানার ৪৮নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি বেগমের মেয়ে। তার পিতার নাম মো. শাহীন। স্থানীয় সূত্রে জানা যায়, এবছরের মার্চ মাসে আলী আক্কাছ রনি তার স্ত্রীকে নিয়ে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চর গনেশ গ্রামের শেখ পাড়া ওমর ফারুকের বাড়িতে বাসা ভাড়া নেন। আলী আক্কাছ সোনাগাজী বাজারে তার খালাতো বোনের জামাইয়ের সাথে ভ্যানগাড়িতে করে জুতা বিক্রি করতেন। স্থানীয়রা জানান, প্রায় সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। তাদের ধারনা পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্ত্রী সিনথিয়া ইসলাম খুশবু ইলাকে বটি দিয়ে মাথায়, মুখে ও হাতে কুপিয়ে হত্যা করে স্বামী আলী আক্কাছ রনি। বিষয়টি কেউ জানাজানির আগেই আলী আক্কাছ রনি স্ত্রীর লাশ বাসায় রেখেই ৭টার দিকে থানায় হাজির হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, বুধবার সকাল ৭টার দিকে থানার প্রাঙ্গনে একজন যুবকের ঘোরাঘুরি দেখে থানার দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো. হারুন তাকে ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করে। সে তখন জানায়, সে তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ এর ক্রসফায়ারের ভয়ে সে নিজেই আগে থেকে থানায় চলে এসেছে। তার কথা শোনার পর তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আলী আক্কাছ রনি পুলিশ হেফাজতে রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক