বগুড়ার ৩ উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত – দৈনিক গণঅধিকার

বগুড়ার ৩ উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:০৩
৬ষ্ঠ ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট উপজেলায় ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন রয়েছেন। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানিয়েছেন, মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানত ফিরে পাবেন না। নন্দীগ্রাম উপজেলায় মোট ১ লাখ ৫৭ হাজার ১৯০ ভোটারের মধ্যে প্রদত্ত ভোটারের সংখ্যা ৭২ হাজার ৭১১ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১০ হাজার ৯০৭ ভোট পেতে ব্যর্থ হওয়ায় চেয়ারম্যান প্রার্থী নজিবুল্লাহ মজনু মণ্ডল (৬৩৭) ও মাহমুদ আশরাফ (৫৬৪) জামানত খুইয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম (২৫৪২) ও ইলিয়াস আলীর (১৪০২) জামানত বাজেয়াপ্ত হবে। শেরপুর উপজেলায় মোট ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১২ হাজার ৭২৪ ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী এম এ হান্নান (১৭৪১), জাকারিয়া তারেক বিদ্যুৎ (৭৪৬) ও রুবেল আহমেদ (৫০৮) জামানত ফিরে পাচ্ছেন না। ভাইস চেয়ারম্যান প্রার্থী বিধান কুমার ঘোষ (৭৪৭৩), সাইফুল বারী ডাবলু (৭৩৮৯) ও সাদ্দাম হোসেন (৫২৩০) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরোজা খাতুন (১০,৫৯১) জামানত হারাবেন। ধুনট উপজেলায় ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৭০১ ভোট। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ১৪ হাজার ৫০৫ ভোট পেতে ব্যর্থ হওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পপি সাহা (১১,৪২৪), নাজনীল নাহার (১২,১৭৬) ও সিমা আক্তার (১১,৪৮৮) জামানত ফিরে পাবেন না। নির্বাচন কর্মকর্তারা জানান, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ১ মাসের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের রিটার্ন জমা ও জামানত ফিরে পেতে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক