
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির বাগড়া

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টিতে ভেসে যায় দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান এবং ভারত-ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দুটি। এই দুই ম্যাচে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় কার্টল ওভারে। ২৩ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৬ রান করে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়ায় ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান করে নেদারল্যান্ডস। এরপর ফের বৃষ্টি শুরু হলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
সোমবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে টাইগাররা।
এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।