
ঢাকা প্রতিনিধি
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
বাবার বাড়িতে যেতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

বাবার বাড়ি যেতে না পেরে স্বামীর ওপর অভিমানে মোছা. আসমা আক্তার আয়েশা (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজধানীর সবুজবাগ থানা এলাকায়।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সবুজবাগের রাজারবাগ কালীবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
গৃহবধূকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম আসলাম।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসমা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রায় এক বছর আগে আসলামের সঙ্গে আসমার বিয়ে হয়। ঈদ উপলক্ষে আসমা বাবার বাড়ি যেতে চাইলে স্বামী তাতে রাজি হননি। এ কারণে স্বামীর ওপর অভিমান করে নিজ কক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। পরে তার স্বামী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আজমিন নাহার জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।