বিশ্বকাপের মধ্যেই টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপের মধ্যেই টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ৩:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ডামাডোলের মাঝেই তাই ঘোষণা করতে হলো দল। উইন্ডিজের যে দলে ফিরেছেন জেসন হোল্ডার ও জেডেন সিলস। দলে প্রথমবার ডাক পেয়েছেন মিকাইল লুইস। আগামী ২৯ জুন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আর লর্ডসে আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ১৮ জুলাই ট্রেন্ট ব্রিজ ও ২৬ জুলাই শুরু হবে এজবাস্টন টেস্ট। মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ক্যারিবিয়ানরা। সিরিজের জন্য মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রেইগ ব্রাথওয়েটের নেতৃত্বাধীন যে দল ঘোষণা করেছে সেখানে আছেন বিশ্বকাপ খেলতে থাকা তিন ক্রিকেটার- আলজারি জোসেফ, শামার জোসেফ ও গুদাকেশ মোটি। চোটের কারণে ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে পারছেন না হোল্ডার। গত জানুয়ারিতে দুবাইয়ের আইএলটি-টোয়েন্টি খেলার জন্য অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে নাম সরিয়ে নেন তিনি। তবে বারবাডোজ ও উস্টারশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করে দলে ফেরার জোরাল দাবি তোলেন অভিজ্ঞ অলরাউন্ডার। আর কাঁধের চোটে সবশেষ অস্ট্রেলিয়া সফরে খেলা হয়নি সিলসের। মাঠে ফিরে সাসেক্সের হয়ে ছন্দে আছেন তিনি। কাউন্টি ডিভিশন টু-এ এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ২২ বছর বয়সী পেসার। তাদের সাথে পেস বিভাগে দুই জোসেফের সঙ্গে দলে আছেন অভিজ্ঞ কেমার রোচ। অস্ট্রেলিয়া সফরে ৪ ইনিংসে ৩১ রান করা তেজনারাইন চন্দরপল বাদ পড়েছেন দল থেকে। তার জায়গায় জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন মিকাইল। অভিষেক হলে সেন্ট কিটস থেকে টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হবেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক মিকাইলের। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম আসরেই ১৪ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৮২ রান করে নজর কাড়েন ২৩ বছর বয়সী ওপেনার। বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচেই খেলা জাস্টিন গ্রিভস ও পুরো সফর বেঞ্চে কাটানো আকিম জর্ডানও। ইংল্যান্ড সফরে ডেভেলপমেন্টের অংশ হিসেবে দলের সঙ্গে নেওয়া হবে ১৯ বছর বয়সী পেসার ইসাই থোর্নকে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট একাদশ ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলিক আথানেজ, জশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), শামার জোসেফ, মিকাইল লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা