
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
বেনাপোল থেকে খুলনা গেলো মংলা কমিউটার ট্রেন

উদ্বোধনের দিনই বিলম্বে ছেড়ে গেছে বেনাপোল মোংলার সাথে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময় সকাল সোয়া ৯ টায় ছেড়ে যাবার কথা থাকলেও ৪৫ মিনিট বিলম্বে সকাল ১০ টায় ট্রেনটি বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্য ছেড়ে যায়।
২০০০ সালে বেনাপোল ও খুলনার মধ্যে চালু হয় বেতনা এক্সপ্রেস নামে একটি কমিউটার ট্রেন। প্রতিদিন ২ বেলা সকাল বিকাল ট্রেনটি খুলনা ও বেনাপোলের মধ্যে চলাচল করতো। সম্প্রতি খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় বেতনা এক্সপ্রেসের রুট বর্ধিত করে মোংলা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। উদ্বোধনের দিনে বেনাপোল রেল স্টেশনে কোন আনুষ্ঠানিকতা না থাকলেও প্রথম দিনেই স্টেশন ভর্তি যাত্রীদের ঠাসাঠাসি ছিল চোখে পড়ার মত।
মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের পরিচালক আবু নাঈম জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল সোয়া ৯ টায় বেনাপোল থেকে মোংলা কমিউটার নামে ছেড়ে যাবে। মোংলা থেকে ফেরার সময় বেতনা এক্সপ্রেস নাম নিয়ে চলাচল করবে।
বেনাপোল রেলস্টেশনের ম্যানেজার সাইদুর রহমান জানান, বেতনা এক্সপ্রেস প্রতিদিন ২ বেলা খুলনা বেনাপোলের মধ্যে চলাচল করতো। মোংলার সাথে সংযুক্তির পর আজ থেকে সকালে ছেড়ে যাওয়া প্রথম ট্রেনটি খুলনার সাথে যাত্রা সীমিত করে ফুলতলা হয়ে মোংলা যাবে। মোংলা থেকে ১২-৩০ মিনিটে ছেড়ে ৪ টায় বেনাপোল পৌঁছানোর পর বিকাল ৫ টায় বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশ্য রওনা দেবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।