ভিসা না থাকলেও লামিচানেকে দলে ভেড়াতে চেষ্টা নেপালের – দৈনিক গণঅধিকার

ভিসা না থাকলেও লামিচানেকে দলে ভেড়াতে চেষ্টা নেপালের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ৪:৫২
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের সফলতম বোলার ছিলেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই ধাক্কা খেয়েছে তারা। টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র বিতর্কিত এই ক্রিকেটারকে ভিসা দেয়নি। দলের মূল অস্ত্র হওয়ায় তাকে দলে ভেড়াতে নেপাল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এমন কথা জানিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। নেপাল আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে। ধর্ষণ মামলা থেকে মুক্তি পাওয়ায় লামিচানের সেই দলে অন্তর্ভুক্তিতে আর কোনও বাধা নেই। কিন্তু ভিসা জটিলতায় তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাদের বোর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ এএফপিকে বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা চেষ্টা করছি এখনও তাকে দলভুক্ত করা যায় কিনা।’ সাবেক অধিনায়ক লামিচানে বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানান, নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে ভিসা দেয়নি। বিষয়টাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। মূল পর্বে সন্দীপ লামিচান তাদের অন্যতম অস্ত্র হতে পারেন। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের হয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। যা ছিল দলটির সর্বোচ্চও! ৪ জুন ডালাসে তাদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। নেপালের প্রাথমিক দলটি এখন ক্যারিবিয়ানে অবস্থান করছে। অনুশীলন করছে সেন্ট ভিনসেন্টে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শিগগিরই যাবে যুক্তরাষ্ট্রে। ২৭ মে কানাডা ও ৩০ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা