ভ্যালেন্টাইন্স ডে – দৈনিক গণঅধিকার

ভ্যালেন্টাইন্স ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৩৭
‘ভালোবেসে সখী নিভৃতে যতনে/আমার নামটি লিখ তোমার/ মনের মন্দিরে’ ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বা ‘সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে’ ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হওয়া ভিনদেশী একটি উৎসব। যা সেইন্ট ভ্যালেন্টাইন নামক দুজন খ্রিস্টান শহিদকে সম্মান জানাতে খ্রিস্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্য দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়। বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য বিভিন্ন উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড কিনে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান হয়। বাংলাদেশে সর্বপ্রথম যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান ১৯৯৩ সালে ভালোবাসা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। সেই থেকে ধীরে ধীরে আমাদের দেশেও পালিত হতে থাকে। এখন তা রীতিমতো উৎসব। ভালোবাসা দিবস বলতেই সবাই ভেবে নেয়, এটি শুধু প্রেমিক-প্রেমিকা’র জন্য। না, এ ভালোবাসা সবার জন্য। এই দিনে, বিভিন্ন সম্পর্কের মানুষ তাদের প্রিয়জনকে বিভিন্ন রকম উপহার আদান-প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। কারও মতে ভালোবাসার আবার আলাদা দিন কি। কারও মতে, থাকুক না একটা বিশেষ দিন। এই দিবসের জন্য অনেকেই তার মনের না বলা কথার বহির্প্রকাশ ঘটায়। মাকে আমরা কখনোই বলতে পারি না- ‘মা, তোমায় খুব ভালোবাসি’। এই দিবসটি এই কথাটি বলা সহজ করে দেয়। তারপরও যারা ‘ভালোবাসি’ কথাটি বলতে পারেন না, তারা প্রিয় মানুষটিকে উপহার সামগ্রী দিয়ে তার নীরব বহির্প্রকাশ করতে পারেন। তবে এখন পোশাকে এসেছে বৈচিত্র্য। শুধু লাল-হলুদ শাড়িই না, ওয়েস্টার্ন পোশাকও দখল করেছে আমাদের বাংলা সংস্কৃতিতে। একটা সময় ছিল, যখন বিশেষ দিনগুলোতে শাড়ি পরে মেয়েরা বাঙালি ললনা সাজতে খুব ভালোবসত। অন্য পোশাকগুলো তো অন্য সময়ও পড়া যায়। ছায়ানট এ বিষয়ে চমৎকার উদাহরণ রেখেছে। এখানে সব ক্লাসে আর অনুষ্ঠানে মেয়েরা সুতি শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি বা ফতুয়া পরে বাঙালিয়ানার প্রকাশ ঘটায়। প্রযুক্তিনির্ভর এই যুগে স্বদেশী সংস্কৃতিতে ভিনদেশী সংস্কৃতি জায়গা করে নিয়েছে। বিভিন্ন বুটিক শপগুলো এ সময় আয়োজন করে বাহারি রঙের পোশাক। মাথায় ফুলের ব্যান্ড লাগিয়ে, হাত ভরা কাঁচের চুড়ি আর রঙিন পোশাক পরে বাংলার বুকে বসে ফুলপরিদের মেলা। বাংলা হয়ে যায় ফুলের রানি। আর বিশেষ দিনে বিশেষ উপহার শুধু কিনেই দিতে হবে তা নয়, আপনি নিজেও প্রিয় মানুষটির জন্য তৈরি করতে পারেন। তার প্রিয় কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন। নিত্যদিনের সাধারণ খাবারটিও সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন প্রিয় মানুষটির সামনে। হলুদ ভালোবাসায় সহজ করে রাঙিয়ে নিন সুন্দর এই দিনটিকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক