
নিউজ ডেক্স
আরও খবর

ঈশ্বরদীতে টানা ৪০ দিন মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলেন শিক্ষার্থীরা

মাহফিলে পদদলিত হয়ে আহত ৩০

একদল যায়, আরেক দল এসে লুটে খায়

রূপপুরে গ্রিনসিটির ৪ তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মধুখালীতে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম

আজও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ
মাদক সেবনের বিষয়ে নালিশ করায় যশোর জিলা স্কুলের ৩ ছাত্রকে ছুরিকাঘাত

যশোর জিলা স্কুল ক্যাম্পাসে বহিরাগত মাদকসেবির ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই ছাত্রসহ তিন জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২ টার দিকে জিলা স্কুলের ৪ নাম্বার ভবন পানির ট্যাংকির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- যশোর জিলা স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রি-টেস্ট পরীক্ষার্থী রাফি চৌধুরী (১৭), শিহাব আহমেদ (১৭) এবং বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন (১৬)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুন) সকালে স্কুল ক্যাম্পাসে মাদক সেবন করছিল জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রেহান। মাদক সেবন করতে দেখে স্কুলশিক্ষকের কাছে নালিশ করে দশম শ্রেণির ছাত্র রাফি ও শিহাব। এ কারণে তাদের ওপর ক্ষিপ্ত হয় রেহান। মঙ্গলবার সকালে জিলা স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে রাফি ও শিহাব স্কুল ভবন থেকে বের হলে তাদের ওপর রেহানের নেতৃত্বে আচমকা হামলা চালায় ১০ থেকে ১২ জন বহিরাগত কিশোর। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাফি ও শিহাবকে রক্তাক্ত করে পালিয়ে যায় হামলাকারীরা। সবুজ নামে বাদশাহ ফয়সাল স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী রেহানের সঙ্গে হামলা করতে এসেছিল। সেও নিজেদের ছুরিকাঘাতে আহত হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই রেহান তার দলবল নিয়ে স্কুলের বাইরে ওত পেতে ছিল। রেহানের সঙ্গে থাকারা কেউ জিলা স্কুলের ছাত্র না। তারা সবাই শহরের মোল্যাপাড়া এলাকার বাসিন্দা। হামলায় আহত রাফির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
আহত রাফি জানিয়েছে, রেহানের মাদক সেবনে ব্যাপারে স্যারকে জানানোয় সে পরিকল্পিতভাবে মোল্যাপাড়ার কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে তাদের ওপর হামলা করেছে। হামলাকারীদের মধ্যে মোল্যাপাড়ার তাছিন, বাদশা ফয়সাল স্কুলের সবুজ, শাহরিয়ার রুদ্র ও সিয়ামকে চিনতে পেরেছে সে।
এ বিষয়ে যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ছুরিকাঘাতে তিন স্কুলছাত্র আহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।