মোদিই আবার গদিতে, জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর – দৈনিক গণঅধিকার

মোদিই আবার গদিতে, জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৩ | ৭:২২
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বেড়েছে মুদ্রাস্ফীতি। বেকারত্বে ভুগছে তরুণসমাজ। তবুও তার ব্যক্তিগত জনপ্রিয়তার জায়গা একচুলও নড়েনি। আসছে বছর ভারতের জাতীয় নির্বাচনে খুব স্বাচ্ছন্দ্যে জয়ের পথে রয়েছেন নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী গদিতে। শুক্রবার ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের ‘মুড অফ দ্য নেশন’ নামের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে। ২৬ দলীয় বিরোধী নতুন জোট ‘ইন্ডিয়া’র অবস্থান ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় বলা হয়, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে মোদি অবশ্য গান্ধীর চেয়ে ৩৬ পয়েন্ট লিড নিয়ে অনেক এগিয়ে আছেন। যদি আজই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৪২ সদস্যের সংসদের নিম্নকক্ষে এককভাবে ২৮৭টি আসন জিতবে। আর ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) নরেন্দ্র মোদির নেতৃত্বে ৩০৬ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার ক্ষমতা ধরে রাখবে। ভারতের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ অতিক্রম করবে এনডিএ। বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সংসদে ১৯৩টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসন থাকবে ৪৪টি। ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৪ সালের মে মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও তার আগে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বছরে দুবার জরিপ পরিচালনা করে থাকে ইন্ডিয়া টুডে। সাম্প্রতিক জরিপটি চলতি বছরের ১৫ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে করা হয়েছে। জরিপে অংশগ্রহণ করেছে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। চলতি বছরের পূর্ববর্তী জরিপ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশই জানিয়েছে, তারা মোদি সরকারের কর্মক্রম নিয়ে সন্তুষ্ট। পূর্ববর্তী সমীক্ষায় এর পরিমাণ ছিল ৬৭ শতাংশ। প্রধানমন্ত্রী হিসাবে মোদির পারফরম্যান্স ভালো ছিল বলে জানিয়েছে ৬৩ শতাংশ। আগের সমীক্ষায় এর পরিমাণ ছিল ৭২ শতাংশ। ইন্ডিয়া টুডের পোল পরিচালনাকারী সি-ভোটার এজেন্সির সিফোলজিস্ট যশবন্ত দেশমুখ মোদির ব্যক্তিগত জনপ্রিয়তার কথা উল্লেখ করে বলেন, ‘এগুলো কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা। এখানে বিশ্বাসযোগ্যতার অনুভূতি রয়েছে। ভোটাররা তার প্রচেষ্টার দিকে তাকিয়ে আছে।’ সমীক্ষা অনুযায়ী, চার বছরের মধ্যে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী তার অনুমোদনের সর্বোচ্চ রেটিং ৩২ শতাংশ অর্জন করেছেন। আর এই সংখ্যা তার দলের ভাগ্য পুনরুজ্জীবিত করার জন্য যথেষ্ট। ২৪ শতাংশ জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বিরোধী নেতা গান্ধী। ইন্ডিয়া টুডের জানুয়ারির সমীক্ষায় এই পরিমাণ ছিল ১৩ শতাংশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা