
ফাহিম মোর্শেদ
আরও খবর

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নিখোঁজ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া সরকারি কলেজে ‘গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ পালিত

আমলা সরকারি কলেজে র্যালি ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত

মিরপুরে ৫ আগস্ট উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমারখালীতে আন্তর্জাতিক স্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা

কুমারখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পদে দেখতে চাই নিশান শেখ শাওন কে
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়
যুবসমাজের স্বপ্ন পূরণে কুষ্টিয়ার সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ

২০২২ থেকে শুরু করে ইংরেজি কোর্স এর মাধ্যমে সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছে ভূমি অফিস সংলগ্ন কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়, পলান বক্স রোডে অবস্থিত সেন্টার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামের এই প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রোগ্রামগুলোর মধ্যে রাখা হয়েছে IELTS, SPOKEN ENGLISH ও KIDS ENGLISH প্রোগ্রাম।
সামনে জানুয়ারি- ফেব্রুয়ারি সেশনে বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে IELTS প্রোগাম এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিষ্ঠানে ভর্তি, কোর্সের মেয়াদ ও ট্রেইনার সম্পর্কে জানতে চাইলে হিসাব শাখার স্টাফ একাউন্টেট ফাহিম মোর্শেদ জানান, প্রত্যেক মাসেই আমাদের এখানে ৫মাস মেয়াদি IELTS ও ৪ মাস মেয়াদ এর SPOKEN এর নতুন ব্যাচ চালু হয়ে থাকে এবং KIDS সেকশন এ সারা বছর-ই ভর্তি নেওয়া হয় কারণ ওদের শিখানোর সিস্টেম টা ভিন্ন আর সামনে একটা নির্দিষ্ট সেশন ধরার আশায় IELTS এর ছাত্র-ছাত্রীদের চাপ টা একটু বেশি।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01902-225919. 01758783471.
আর ট্রেইনার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই তবে এতটুকু বলি উনি প্রায় এক যুগ মতো অস্ট্রেলিয়াতে ছিলেন যার মধ্যে প্রায় ৮ বছর অস্ট্রেলিয়ার প্যাসিফিক কলেজে IELTS EXPERT হিসেবে কর্মরত ছিলেন। আর ২০১৭ সালে দেশে ফিরে কুষ্টিয়ার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যেটাকে আমরা সমাজসেবা অধিদপ্তর বলে অনেকে চিনি ওখানে Spoken English এর ট্রেইনার হিসেবে কাজ করেছেন প্রায় তিন বছর। উনার নাম প্রিন্স।
CEL প্রিন্স স্যারের নিজস্ব প্রতিষ্ঠান উনি এখানকার ট্রেইনার এবং ডিরেক্টর। উনি ২ দিনের জন্য ঢাকা গিয়েছেন আমাদের IELTS এ ভালো স্কোর করা কিছু ছাত্র-ছাত্রীদের সাথে ইউনিভার্সিটি অফার লেটার ও ভিসা সংক্রান্ত কাজে ও তার ব্যাক্তিগত কিছু কাজ নিয়ে।
বর্তমানে আমাদের ছাত্র -ছাত্রীরা অস্ট্রেলিয়া, কানাডা, রোমানিয়া, আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশেই রয়েছে। আমরা কোনো এজেন্সি নই। তবে IELTS স্কোর করার পর শিক্ষার্থীরা চাইলে স্যার নিজেই তাদের গাইড লাইন দিয়ে বা নিজে সঙ্গে নিয়ে বাহিরে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।