রাজশাহী প্রতিনিধি
আরও খবর
আড়াইহাজারে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন
রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪
অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল
ব্যাগের ভেতর ছিল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন
রাজশাহী জেলার চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাইটখালি গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে এ নিয়ে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) ও রবিউল ইসলামের ছেলে জিশু আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুর বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। এবিষয়ে চারঘাট মডেল থানার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাঁশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।