রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের, বন্ধ রুশ তেল শোধনাগার – দৈনিক গণঅধিকার

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের, বন্ধ রুশ তেল শোধনাগার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ১১:১৯
রাশিয়ায় ৬২টি ড্রোন দিয়ে একটি বড় হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী। ওই হামলার কারণে রাশিয়ার একটি তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে বলে রবিবার (১৯ মে) দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কো আরও দাবি করেছে, রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সরবরাহকৃত ও ইউক্রেনের নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে কিয়েভ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনের অন্তত ১০৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এসব ড্রোন ধ্বংসের পাশাপাশি ক্রিমিয়ায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস), ফ্রান্সের দেওয়া হ্যামার বোমা ও মার্কিন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স)ও ধ্বংস করেছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের স্লাভিয়ানস্কে একটি তেল শোধনাগার এলাকায় ছয়টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ওই হামলার ঘটনায় শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তেল শোধনাগারের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের উৎক্ষেপণ করা ড্রোনগুলোতে আগের হামলার চেয়ে বিস্ফোরক বেশি ছিল। এতে ইস্পাতের বলও যুক্ত ছিল। স্লাভিয়ানস্কির এই তেল শোধনাগার একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। এই কারখানাটির বছরে ৪০ লাখ মেট্রিক টন তেল শোধনের সক্ষমতা রয়েছে। ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চলের স্লাভিয়ানস্ক তেল শোধনাগার ও একটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা (এসবিইউ) ও সামরিক বাহিনী। ইউক্রেনীয় নৌবাহিনীও বলেছে, রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের মাইন অপসারণকারী কোভরোভেটস জাহাজকে ধ্বংস করেছে তারা। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের ২৪তম ও ৪২তম মেকানাইজড ব্রিগেড ও ১২৫তম এয়ার ডিফেন্স ব্রিগেডকে খারকিভ অঞ্চলের লুকিয়ানসি, ভেসেলে ও রাধোস্পনে পরাজিত করেছে রুশ বাহিনী। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য জায়গায় ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করেছে তারা। রাশিয়া দাবি করে আসছে, এই মাসের শুরুর দিকে উত্তরপূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে নতুন রুশ হামলার পর রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় হামলা বেড়েছে। মস্কো সতর্ক করে বলে আসছে, এমন হামলায় ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, খারকিভের কাছে সীমান্ত এলাকায় একটি বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। যা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চালানো হামলা থেকে রাশিয়াকে রক্ষা করবে। শুক্রবার পুতিন বলেছিলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের আপাতত কোনও পরিকল্পনা রাশিয়ার নেই। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা রাশিয়ার ভূখণ্ডে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে আক্রমণ করাকে উৎসাহিত করি না। এটিই আমাদের নীতি। এই নীতির কোনও পরিবর্তন হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার কিয়েভে বলেছিলেন, ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে উৎসাহিত করে না যুক্তরাষ্ট্র। তবে আমি মনে করি, এই সিদ্ধান্ত নেওয়া উচিত ইউক্রেনের।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি