
নিউজ ডেক্স
আরও খবর

গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত
রাশিয়ার অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহারে বাঁধা নেই ইউক্রেনের: বাইডেন

ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দেশটিকে সেগুলো সীমিত পরিসরে ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার (৩০ মে) অন্তত ৪ জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বাইডেনের এই সিদ্ধান্ত তার নীতিতে একটি পরিবর্তনের প্রতিফলন। এর আগে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে আমেরিকান অস্ত্র ব্যবহার করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
ওয়াশিংটনে রুশ দূতাবাস ও নিউইয়র্কে জাতিসংঘে রুশ মিশনকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খারকিভের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ১০ মে সেখানে হামলা শুরু করে রাশিয়া। ইতোমধ্যেই ওই এলাকার কিছু গ্রাম অতিক্রম করে এগিয়ে গেছে সেনারা।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘সম্প্রতি প্রেসিডেন্ট তার টিমকে নির্দেশ দিয়েছেন, খারকিভে পাল্টা আক্রমণের উদ্দেশ্যে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। যাতে দেশটিকে আক্রমণকারী বা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এমন রুশ বাহিনীর বিরুদ্ধে পালটা ব্যবস্থা নিতে পারে সেনারা।’
বৃহস্পতিবার ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছিলেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের উত্তর অংশের কাছে সেনা জড়ো করছে রাশিয়া। তবে এই অঞ্চলে একটি বড় ধরণের হামলা ও অগ্রগতির জন্য তাদের কাছে এখনও পর্যাপ্ত সেনা নেই।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এটি রুশ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত।
চলতি বছরে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে মার্কিন নীতি শিথিল করলেন বাইডেন। ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে এখন এটিএসিএমএস নামে পরিচিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো দিকে ঝুঁকেছেন তিনি। এই ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ট্রাম্প প্রশাসনের অধীনে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট কর্নেল এবং ইউরোপীয় বিষয়ক সাবেক পরিচালক আলেকজান্ডার ভিন্ডম্যান বলেছেন, ‘অতি সংবেদনশীলতা এবং যুদ্ধের বৃদ্ধির ঝুঁকি নিয়ে ভুল বোঝাবুঝি থেকে অনেকটাই সরে এসেছে বাইডেন প্রশাসন।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন থেকেই দেশটিকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
কর্মকর্তারা বলেছেন, সীমিত পরিসরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেও মার্কিন নীতির আওতায় রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক হামলার জন্য ইউক্রেনের সামরিক বাহিনী এটিএসিএমএস এবং অন্যান্য দূরপাল্লার মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে নিষেধ করবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।