রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানির মামলা’ প্রশ্নে মুখ খুললেন প্রীতি – দৈনিক গণঅধিকার

রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মানহানির মামলা’ প্রশ্নে মুখ খুললেন প্রীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৫
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী ও আইপিলের দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা সম্প্রতি রাজনীতি, তার আসন্ন কাজ এবং পাঞ্জাব কিংস-সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। প্রীতি বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন। প্রীতির কথা প্রসঙ্গে উঠে আসে অভিনেত্রী কঙ্গনা রানাউত, এআই (AI) এবং সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য নানা বিষয়ও। প্রীতি এদিন আচমকাই লেখেন, ‘আজকের দিনটি একটি #Pzchat জন্য নিখুঁত দিন বলে মনে হচ্ছে! আড্ডা দেওয়ার জন্য আমার কাছে এক ঘণ্টা সময় আছে’। এরপর সেখানেই এক ব্যক্তিকে প্রীতির কাছে প্রশ্ন রাখেন, ‘রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা কবে করছেন?’ জবাবে প্রীতি বলেন, ‘আমি মনে করিনা কাউকে এভাবে হেয় করা ঠিক হবে। কারণ সে অন্য কারও কৃতকর্মের জন্য দায়ী নয়। আমি প্রক্সি যুদ্ধের মাধ্যমে নয়, সরাসরি সমস্যা সমাধান করায় বিশ্বাস করি। রাহুল গান্ধীর সঙ্গে আমারও কোনো সমস্যা নেই, তাই তাকে শান্তিতে থাকতে দিন এবং আমিও শান্তিতে থাকব (হাসি মুখের ইমোজি)।’ রাজনীতিতে যোগ দেবেন কিনা? এরই মাঝে এক ভক্ত লিখেছেন, ‘আপনি সত্যিই একজন সোলজার প্রীতি!! হ্যাটস অফ ইউ!! রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না, তা জানার কৌতূহল হয়।’ এই প্রশ্নে প্রীতির জবাব, ‘বছরের পর বছর ধরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাকে টিকিট এবং রাজ্যসভার আসনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছি। কারণ এটি (রাজনীতি) আমি চাই না। আর আমাকে পুরোপুরি সৈনিক বললে ভুল হবে। আমি সৈনিকের মেয়ে, সৈনিকের বোন।’ প্রীতি আরও লেখেন, ‘আমরা ফৌজি সন্তানরা একটু আলাদা। আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় বা হিমাচলি বা বাঙালি ইত্যাদি নই। আমরা কেবল ভারতীয়। দেশকে নিয়ে গর্ব আমাদের রক্তে।’ এক ব্যক্তি প্রীতিকে টুইটে লেখেন, ‘#Pzchat আপনি যে পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছেন (একটি রাজনৈতিক দলের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন), তা কি আপনার রাজনৈতিক মতামতের কোনো পরিবর্তন করেছে? উত্তরে অভিনেত্রী লেখেন, ‘ভারতে সোশ্যাল মিডিয়া কতটা বিষাক্ত হয়ে উঠেছে এবং কীভাবে প্রতিটি মন্তব্য ও পর্যবেক্ষণ রাজনৈতিক মাপকাঠিতে নিরীক্ষণ করা হয়, তা দেখে আমি অবাক হয়েছি’। সম্প্রতি প্রীতি কেরালা কংগ্রেসের সমালোচনা করেন, যখন তারা দাবি করেছিলেন যে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া চালায় একটি বিশেষ রাজনৈতিক দল। কেরল কংগ্রেস আরও দাবি করে, প্রীতির ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। পরে অভিনেত্রী টুইট করে এসব কথাকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেন এবং বলেন, তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি