রিয়াদ অনেক করেছে, নতুন কাউকে দেখতে চাই: হাথুরু – দৈনিক গণঅধিকার

রিয়াদ অনেক করেছে, নতুন কাউকে দেখতে চাই: হাথুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ৫:১৮
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আয়ারল্যান্ড সিরিজে নতুনদের দেখা হবে। ওই নতুনদের দেখার ‘ফাঁদে’ দল থেকে বাদ পড়েছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রিয়াদ। এছাড়া এক সিরিজ পরেই বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে। যদিও বিসিবির নির্বাচকরা বলেছেন, বাদ নয় তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। একই রকম কথা বলেছেন দ্বিতীয় মেয়াদে টাইগারদের হেড কোচ হওয়া চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, দলের পুলটা বড় করতে এবং বিশ্বকাপ মাথায় রেখে ক’জন ক্রিকেটারকে দেখতেই তাদের ওই সিদ্ধান্ত। শুক্রবার হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় না, সে (মাহমুদউল্লাহ) তার সেরা সময় পেরিয়ে এসেছে। আমরা বিশ্বকাপের আগে দলের পরিধী বড় করতে চাই। আস্থা রাখার মতো আমাদের হাতে পর্যাপ্ত ক্রিকেটার থাকতে হবে। কাজটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে আমারা মাত্র ১৫টির মতো ম্যাচ পাবো। দায়িত্ব সামলাতে পারবে এমন ক্রিকেটারদের আমরা সেজন্য সুযোগ দিচ্ছি। রিয়াদও ওই বিবেচনায় আছে।’ রিয়াদের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে তরুণ তৌহিদ হৃদয়কে। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত টেম্পারমেন্ট দেখিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ। তবে হাথুরু এও পরিষ্কার করে দিয়েছেন, ওই জায়গায় কেউ ভালো খেলা মানে রিয়াদ দল থেকে বাদ নয়। হাথুরু বলেছেন, ‘রিয়াদ দলের জন্য অনেক করেছে। তার অনেক অভিজ্ঞতা। আমরা জানি সে দলের জন্য কী। আমরা চাই, আন্তর্জাতিক ক্রিকেটে তার ওই জায়গায় অন্য কেউ দাঁড়াক। আন্তর্জাতিক পর্যায়ে ওই কাজটা কেউ করতে পারে কিনা সেটা দেখাও জরুরি। এর মানে এই নয় যে, কেউ রিয়াদের জায়গায় ভালো খেললে রিয়াদ বাদ। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।’ দেশের সেরা টেস্ট বোলার তাইজুল ইসলামের জায়গায় আয়ারল্যান্ড সিরিজে নাসুম আহমেদ সুযোগ দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন লঙ্কান কোচ, ‘আমরা বোলিং ইউনিটটা বড় করতে চাই। তাইজুল আমাদের টেস্টের সেরা বোলার। ইংল্যান্ডের বিপক্ষে সে খুবই ভালো করেছে। আমরা জানি সে প্রস্তুত। এখন নাসুমকে সুযোগ দিতে চাই। সেও ভালো করলে, বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত দু’জনকে পাবো।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা