লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হুথিদের হামলা, ডুবে যাওয়ার আশঙ্কা ‘টিউটরের” – দৈনিক গণঅধিকার

লোহিত সাগরে ব্রিটিশ জাহাজে হুথিদের হামলা, ডুবে যাওয়ার আশঙ্কা ‘টিউটরের”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১:১৩
ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ‘টিউটর’ নামের একটি দ্বিতীয় ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) এই তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ইউকেএমটিও, হুথি এবং অন্যান্য উৎসের আগের প্রতিবেদন অনুসারে, গ্রিক মালিকানাধীন টিউটর কয়লা বহন করছিল। ১২ জুন ক্ষেপণাস্ত্র ও একটি বিস্ফোরক-বোঝাই রিমোট-নিয়ন্ত্রিত নৌকা দিয়ে এটির ওপর হামলা করা হয়। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। একটি নিরাপত্তা আপডেটে ইউকেএমটিও বলেছে, ‘সামরিক কর্তৃপক্ষ টিউটরের সর্বশেষ রিপোর্ট করা স্থানে সামুদ্রিক ধ্বংসাবশেষ ও তেল দেখা গেছে বলে জানিয়েছে।’ এ বিষয়ে মন্তব্যের জন্য টিউটরের ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। ধারণা করা হচ্ছে, এক ক্রু সদস্য হামলার সময় টিউটরের ইঞ্জিন রুমে ছিলেন। তিনি এখন নিখোঁজ রয়েছেন। ইরান-সমর্থিত হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা পরিচালনা করছে তারা। এর আগে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমার জাহাজটিকে ডুবিয়ে দেয় হুথিরা। ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর ২ মার্চ জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। হুথিরা লাইবেরিয়া-পতাকাবাহী জাহাজ, একইসঙ্গে পালাউ-পতাকাযুক্ত ভারবেনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার এক সপ্তাহ পর ইউকেএমটিও এর জাহাজ ‘টিউটর’ ডুবে যাওয়া আশঙ্কা করা হচ্ছে। ভারবেনা কাঠের নির্মাণ সামগ্রীতে বোঝাই ছিল। হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ভারবেনার নাবিকরা জাহাজ পরিত্যাগ করেছিল। জাহাজটি এখন এডেন উপসাগরে ভেসে যাচ্ছে। এটি ডুবে যাওয়ার বা আরও হামলা শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। নভেম্বর থেকে অন্য একটি জাহাজও দখল করেছে হুথিরা। পৃথক হামলায় তিন নাবিককে হত্যা করেছে তারা। হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে সুয়েজ খালের বাণিজ্য শর্টকাট রাস্তা থেকে আফ্রিকার আশেপাশের দীর্ঘ রুটে সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে। এতে করে ডেলিভারি বিলম্বিত হচ্ছে এবং খরচের পরিমাণও বাড়ছে, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে। সোমবার ইয়েমেনের হোদেইদাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও লোহিত সাগরের সালিফ বন্দরের কাছে কামারান দ্বীপকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। গত সপ্তাহে জাহাজে হুথিদের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা