শিক্ষার্থী ঝরে পড়ার উদ্বেগজনক হার – দৈনিক গণঅধিকার

শিক্ষার্থী ঝরে পড়ার উদ্বেগজনক হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ৫:১৩
দেশে প্রতিবছর শিক্ষার বিভিন্ন স্তরে লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ছে। অল্প বয়সে ঝরে পড়া শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান কোনো কাজে লাগাতে পারে না। ফলে তারা সম্পদ হওয়ার পরিবর্তে সমাজের বোঝায় পরিণত হয়। বর্তমানে এইচএসসি পাশ করেও দেশে কাঙ্ক্ষিত চাকরি মিলছে না। অথচ এইচএসসি পাশ করার আগেই প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। জানা যায়, উচ্চমাধ্যমিকে গত দুবছরে প্রায় ৪১ শতাংশ শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে দিয়েছে। ২০২১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছিল ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশ নিচ্ছে ১২ লাখ ৩৪ হাজার ৯৩৯ জন। এ হিসাবে ৮ লাখেরও বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। কেন শিক্ষার্থী ঝরে পড়ছে, এ বিষয়ে গবেষণা করে সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে হবে। বর্তমানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ; শিক্ষার বিভিন্ন সামগ্রীর অব্যাহত মূল্যবৃদ্ধি-এসব কারণেও নতুন করে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের অনেকেই অভিভাবকহীন-পথশিশু। এসব শিশুর শিক্ষা নিশ্চিত করতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া না হলে তাদের অনেকের ঝরে পড়ার ঝুঁকি থেকেই যায়। ঝরে পড়া শিক্ষার্থীদের নানা রকম অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এদিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা গেলে কিশোর অপরাধ কমবে, এটা আশা করা যায়। একজন হতদরিদ্র ব্যক্তিও চান তার সন্তান লেখাপড়া করুক। কিন্তু লেখাপড়ার ব্যয়ভার বহন করতে না পারার কারণেও অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে না। দারিদ্র্য দূর করা না গেলে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে। শিক্ষার্থীদের স্কুলমুখী করা ও ধরে রাখার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এরপরও শিশুদের ধরে রাখা যাচ্ছে না। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। একজন শিক্ষার্থী যাতে নিজ বাড়িতেই বসে উপানুষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে, তা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের দক্ষতা কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না। এ কারণেও শিক্ষার্থী ঝরে পড়ছে। কাজেই গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ ও যোগ্য শিক্ষকের ঘাটতি দূর করতে হবে। শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা