শৈলকূপায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে ৮ জন আহত – দৈনিক গণঅধিকার

শৈলকূপায় আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৯:৩৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের স্থানীয় ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়াও ভাঙচুর করা হয় একটি বাড়ি। বৃহস্পতিবার (২৭ জু্ন) রাত ১০টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাতুল শেখ, হবিবর শেখ, রাব্বি ও রহিমা বেগম নামের চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। স্থানীয়রা জানান, উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ-১ আসনের প্রয়াত এমপি আব্দুল হাই ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ২০২৩ সালের ১৬ অক্টোবর হাই সমর্থক আবাইপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপনকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের সমর্থকরা। এমপি আব্দুল হাইয়ের মৃত্যুর পর রিপনের সমর্থকরা ঝিনাইদহ-১ আসনের বর্তমান এমপি নায়েব আলী জোয়ারদারের সমর্থন করেন। রিপন হত্যা মামলার জামিনে থাকা আসামি (নজরুল ইসলাম দুলালের সমর্থক) জাহাঙ্গীর, সিজ্জান, আকির বৃহস্পতিবার মীনগ্রামে তাদের বাড়িতে আসেন। রাতে তাদের সঙ্গে রিপনের সমর্থক (এমপি গ্রুপ) বিপুল, আননু ও মোতাহারের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। এসময় একটি বাড়ি ভাঙচুর করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা