
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
সচিবালয়ে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক স্পার্ক থেকে: মাকসুদ হেলালী

বাংলাদেশ সচিবালয়ে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক স্পার্ক থেকে হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাকসুদ হেলালী বলেন, ‘প্রথম দিন থেকে আমরা যথেষ্ট সময় নিয়ে আন্তরিকভাবে বিষয়টি দেখার চেষ্টা করেছি। বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা সুনির্দিষ্ট একটি রিপোর্ট তৈরি করতে পেরেছি। যদিও সুনির্দিষ্ট বলছি, তারপরও এটিকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আরও কিছু টেস্ট দেশে-বিদেশে করাবো। তাতে আমাদের রিপোর্ট আরও নিশ্চিত হবে। প্রাথমিকভাবে আমরা দেখেছি, ভিডিও পাওয়ার আগে এবং পরে মিলিয়ে দেখেছি, ফলাফল একই।’
তিনি বলেন, ‘আগুনের সূত্রপাতের সময় ১টা ৩২ থেকে ৩৯ মিনিট। সূত্রপাত একটি নির্দিষ্ট সময়ে নয়, ৭ মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে জায়গায় আগুন লেগেছে সেটি গরম হয়েছে। সেখান থেকে ম্যাটেরিয়াল গলে পড়েছে। তারপর সেটা একসময় ইগনিশন টেম্পারেচারে গিয়েছে। তারপর আগুন ধরেছে।’
হেলালী বলেন, ‘আগুন ধরার সঙ্গে সঙ্গে সেখানে ধোঁয়া হয় এবং ফ্লেম ভার্টিকালি উপরের দিকে উঠে যায়। আর ধোঁয়া সচিবালয়ের একটি টানেলের প্রভাবে পশ্চিম দিকে বেরিয়ে যায়। এতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে, আগুন দুই জায়গায়। বাস্তবে আগুনের সোর্স একটাই। কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুদিকে প্রবাহিত হয়েছে।’
তদন্ত কমিটির এই সদস্য আরও বলেন, ‘মোটামুটি ১২-১৪ মিনিটে যে আগুন উৎপাদিত হয়, সেটি ছড়িয়ে চূড়ান্ত আগুনে রূপায়িত হয়েছে। ভার্টিকালি উপরে উঠে যাওয়ায় এটি নেভানো কঠিন পর্যায়ে চলে যায়। ছয়তলার আগুন যখন ছড়িয়ে গেছে সেটি না নিভিয়ে সাততলায় যাওয়ার সুযোগ ছিল না। এ কারণে ফায়ার ব্রিগেডকে ছয়তলা শেষ করে সাততলায় উঠতে হয়। জীবনের ঝুঁকি নিয়েই তাদের এই কাজ করতে হয়েছে। আমরা এসব তথ্য নিয়ে সিআইডিসহ সবার সঙ্গে মিলিয়ে দেখেছি, আমাদের অঙ্ক করা জিনিস আর ভিডিও এভিডেন্স ৯৯ ভাগ মিলে গেছে। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি আগুন এভাবেই সৃষ্টি হয়েছে।’
এদিকে সচিবালয়ে আগুনের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সদস্যরা জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্যের কোনও আলামত পাওয়া যায়নি।
ব্রিফিংয়ের আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন জমা দেয় এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত কমিটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।