সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের – দৈনিক গণঅধিকার

সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:৩২
সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার। শুক্রবার (৭ জুন) শুক্রবার বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ’র নবনির্বাচিত সংসদ সদস্যদের সভায় এ অঙ্গীকার করেন তিনি। সভায় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জানুয়ারিতেই বিরোধী ইন্ডিয়া জোট থেকে বের হয়ে বিজেপির পক্ষে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার। সভায় একসময়ের মিত্র কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জন্য কোনও কাজই করেনি কংগ্রেস ও তার ইন্ডিয়া জোট। বারবার দল বদল করে ক্ষমতায় থাকা নীতীশ কুমার ভারতের রাজনীতিতে পল্টু কুমার নামেও পরিচিত। গত এক দশকে ৬ বার দল বদল করা নীতীশ এসময় সবসময় মোদির পাশে থাকার অঙ্গীকারও করেন। গত মঙ্গলবার দুপুরেই যখন স্পষ্ট হয়ে যায় যে, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে তখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি। লোকসভায় এই দুই দলের আসন যথাক্রমে ১২ ও ১৬। আর বিজেপি পেয়েছে ২৪০ আসন। সরকার গঠনে দরকার ২৭২ আসন। বিজেপির পক্ষ থেকেই নীতীশের সঙ্গে আগে যোগাযোগ করা হয়। আর বিজেপিকে সমর্থনের বিনিময়ে মোদির নতুন মন্ত্রিসভায় অন্তত দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আশা করছেন নীতীশ। ১৯৯৮-৯৯ সালে রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। আর সেটা না হলে আবারও পল্টি মারার ইঙ্গিতও দিয়েছেন তিনি। কারণ এনডিএ’র সংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লি যাবার পথে নাইডু তার অবস্থান পরিষ্কার করলেও, নীতীশ কুমার নীরব ছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার পদ বণ্টন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। এই সময়ে নীতীশ কুমার বিজেপি নেতাদের একটি বিষয় মনে করিয়ে দিতে বলেন। নিতিশ কুমারকে আহ্বায়ক হিসেবে নামকরণে বিলম্বের কারণেই ইন্ডিয়া জোট থেকে বেড়িয়ে গিয়েছিলেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি