সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের – দৈনিক গণঅধিকার

সর্বদা মোদির সঙ্গে থাকার অঙ্গীকার নীতীশ কুমারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:৩২
সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমার। শুক্রবার (৭ জুন) শুক্রবার বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ’র নবনির্বাচিত সংসদ সদস্যদের সভায় এ অঙ্গীকার করেন তিনি। সভায় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জানুয়ারিতেই বিরোধী ইন্ডিয়া জোট থেকে বের হয়ে বিজেপির পক্ষে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার। সভায় একসময়ের মিত্র কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জন্য কোনও কাজই করেনি কংগ্রেস ও তার ইন্ডিয়া জোট। বারবার দল বদল করে ক্ষমতায় থাকা নীতীশ কুমার ভারতের রাজনীতিতে পল্টু কুমার নামেও পরিচিত। গত এক দশকে ৬ বার দল বদল করা নীতীশ এসময় সবসময় মোদির পাশে থাকার অঙ্গীকারও করেন। গত মঙ্গলবার দুপুরেই যখন স্পষ্ট হয়ে যায় যে, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে তখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি। লোকসভায় এই দুই দলের আসন যথাক্রমে ১২ ও ১৬। আর বিজেপি পেয়েছে ২৪০ আসন। সরকার গঠনে দরকার ২৭২ আসন। বিজেপির পক্ষ থেকেই নীতীশের সঙ্গে আগে যোগাযোগ করা হয়। আর বিজেপিকে সমর্থনের বিনিময়ে মোদির নতুন মন্ত্রিসভায় অন্তত দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আশা করছেন নীতীশ। ১৯৯৮-৯৯ সালে রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। আর সেটা না হলে আবারও পল্টি মারার ইঙ্গিতও দিয়েছেন তিনি। কারণ এনডিএ’র সংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লি যাবার পথে নাইডু তার অবস্থান পরিষ্কার করলেও, নীতীশ কুমার নীরব ছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার পদ বণ্টন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। এই সময়ে নীতীশ কুমার বিজেপি নেতাদের একটি বিষয় মনে করিয়ে দিতে বলেন। নিতিশ কুমারকে আহ্বায়ক হিসেবে নামকরণে বিলম্বের কারণেই ইন্ডিয়া জোট থেকে বেড়িয়ে গিয়েছিলেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা