সাবেক দুই বারের এমপির সমর্থন নিয়েও জামানত হারালেন দেবিদ্বারের খাদিজা – দৈনিক গণঅধিকার

সাবেক দুই বারের এমপির সমর্থন নিয়েও জামানত হারালেন দেবিদ্বারের খাদিজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ৪:৫৬
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে দুবারের সাবেক সংসদ সদস্য এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই এমপি যেই প্রার্থীর ‘এজেন্ট’ হয়েছেন নির্বাচনের পর জানা গেলো সেই প্রার্থী তার জামানতই রক্ষা করতে পারেননি। গত বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের মেয়ে খাদিজা বিনতে রোশন দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নির্বাচনি প্রধান এজেন্ট ছিলেন দেবিদ্বারের দুবারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী পেয়েছেন মাত্র ৩০৩ ভোট। অপরপক্ষে আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিদা বেগম পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। এ বিষয়ে চেয়ারম্যান পদে বিজয়ী মো. মামুনুর রশিদ মামুন বলেন, ‘সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়িয়েছেন। অনেক চেষ্টা করেও খাদিজা বিনতে রোশনের ভাগ্য পরিবর্তন করতে পারেননি সাবেক এই সংসদ সদস্য। দোয়াত কলমে ভোট পড়েছে মাত্র ৩০৩। আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করেছেন। আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দিয়েছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিলাম কিন্তু কোনও কাজ হয়নি। জনতার রায়ে সব স্পষ্ট হয়ে গেছে।’ জামানত বাজেয়াপ্তের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘নিয়ম অনুযায়ী যারা নির্দিষ্ট পরিমাণ ভোট পাননি তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।’ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনি এজেন্ট হতে পারেন। তা ছাড়া তিনি (রাজী মোহাম্মদ ফখরুল) তো বর্তমান এমপি না।’ উল্লেখ্য, একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা ১৫ ভাগ ভোট যদি কোনও প্রার্থী না পান সেক্ষেত্রে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে দোয়াত কলমের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা