কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার – দৈনিক গণঅধিকার

সেনাবাহিনীর হাইপ্রোফাইল অভিযান

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার

উদ্ধার ৫ বিদেশি পিস্তল, ৫৩ রাউন্ড গুলি ও স্যাটেলাইট ফোন

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৭:৩৬
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এক গোপন ও সুপরিকল্পিত বিশেষ অভিযানে দেশের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার প্রধান সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট। অভিযানের সময় কোনো ধরনের গুলিবিনিময়ের ঘটনা না ঘটলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় গোপনে অবস্থান করে আসছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী একই দিন সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। সেখানে সুব্রত বাইনের আরও দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফ কে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয় ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন। এসব অস্ত্র ও যোগাযোগ যন্ত্রপাতি দিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনীর একটি বিশ্বস্ত সূত্র জানায়, "এই চক্রটি দেশের ভেতরে নতুন করে সন্ত্রাসী তৎপরতা শুরু করার জন্য সংগঠিত হচ্ছিল। তাদের কর্মকাণ্ড মনিটর করছিল গোয়েন্দা ইউনিট। যথাযথ সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।" সুব্রত বাইন: এক দশকের আতঙ্ক সুব্রত বাইন একাধিক হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক পাচার মামলায় অভিযুক্ত। দীর্ঘদিন ধরেই তিনি দেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় রয়েছেন। তিনি একসময় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে সক্রিয় ছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে ছদ্মনামে দেশে ফিরে আসে এবং গোপনে সংগঠিত হচ্ছিলেন। অভিযান চালাতে হয় সেনাবাহিনীকে বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী মাঠে নামানো থেকে বোঝা যায় যে এই সন্ত্রাসী চক্রটি কতটা ভয়ঙ্কর ও সুসংগঠিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনী এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করে। জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সাফল্য অভিযানের পর নিরাপত্তা বিশ্লেষকরা একে "জাতীয় নিরাপত্তার জন্য বড় সাফল্য" হিসেবে আখ্যায়িত করেছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ধরণের সন্ত্রাসবিরোধী কার্যক্রম দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। সেনাবাহিনীর ঘোষণাঃ অভিযান চলবে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেকোনো সন্ত্রাসী তৎপরতা দমন করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।” সুব্রত বাইন ও তার সহযোগীদের গ্রেফতার এখন তদন্ত সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক