স্কটল্যান্ডের পরাজয়ে সুপার এইটে ইংল্যান্ড – দৈনিক গণঅধিকার

স্কটল্যান্ডের পরাজয়ে সুপার এইটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ১০:৫৫
‘বি’ গ্রুপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া যেন স্কটল্যান্ডকে হারায়। ম্যাচটা নিয়ে নানামুখী আলোচনা থাকলেও অস্ট্রেলিয়া ব্যতিক্রম কিছু হতে দেয়নি। স্কটল্যান্ডের হৃদয় ভেঙে ইংল্যান্ডের পথ পরিষ্কার করেছে তারা। অজিরা ৫ উইকেটে ম্যাচ জেতায় সুপার এইট নিশ্চিত হয়েছে ইংলিশদের। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে। অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের জয়ের পর সুপার এইটে যেতে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ওয়াশআউট কিংবা প্রথমবার অস্ট্রেলিয়া বধ। কিন্তু পরিষ্কার আকাশ থাকায় এটা নিশ্চিত হয়ে যায় যে লড়াই করেই ম্যাচটা নিজেদের পক্ষে আনতে হবে তাদের। ব্যাট হাতে তার প্রমাণও দিয়েছে। ৫ উইকেটে করেছে ১৮০ রান। যার পেছনে বড় অবদান ব্র্যান্ডন ম্যাকমুলেনের। ৩৪ বলে ২ চার ও ৬ ছক্কায় বিস্ফোরক ৬০ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক রিচি বেরিংটনও অবদান রাখেন। ৩১ বলে ৪২ রানের ইনিংসে থাকেন অপরাজিত। তাছাড়া ওপেনার জর্জ মানসি ২৩ বলে ৩৫ রানে উড়ন্ত সূচনাতে অবদান রেখেছেন। সবচেয়ে খরুচে বোলিং করেও ম্যাক্সওয়েল ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন অ্যাশটন অ্যাগার, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। আগেই সুপার এইট নিশ্চিত করা অস্ট্রেলিয়ার ফিল্ডিং আর যেভাবে সূচনা করেছে সেটা ইতিবাচক ছিল না। শুরুর দশ ওভারে শ্লথ ছিল রানের চাকা। ৮.২ ওভারে ৩ উইকেটে তুলতে পারে ৬০ রান। ডেভিড ওয়ার্নার (১), মিচেল মার্শ (৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (১১) কোনও অবদান রাখতে পারেননি। তার পর শেষ দশ ওভারে ম্যাচের গতিপ্রকৃতি পাল্টাতে ভূমিকা রাখেন শুরু থেকে প্রান্ত আগলে থাকা ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিস। ৪৪ বলে ৮০ রানের বিস্ফোরক জুটি গড়েন তারা। ট্রাভিস হেড ৪৯ বলে ৬৮ রানে ফিরলে ভাঙে জুটি। যার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়ের মার। দ্রুত সময়ে স্টয়নিসও ফেরেন ২৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়ের মার। তাতেও সমস্যা হয়নি। শেষটায় টিম ডেভিড ১৪ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেললে ৫ উইকেট হারিয়ে দলটি ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করে। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্ক ওয়াট ও সাফইয়ান শারিফ। গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ৪ ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট পেয়েছে। দুইয়ে থাকা ইংল্যান্ডের ৪ ম্যাচে ৫ পয়েন্ট। স্কটল্যান্ডেরও সমান ম্যাচে ৫ পয়েন্ট। কিন্তু নেটরানরেটে এগিয়ে থাকায় জশ বাটলাররা পরের পর্ব নিশ্চিত করেছে। ইংল্যান্ডের রানরেট ছিল ৩.৬১১ আর স্কটল্যান্ডের ১.২৫৫।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা