স্ত্রীদের আটকে রেখে স্বামীদের কাছে মুক্তিপণ চাইছে মিয়ানমারে সেনারা – দৈনিক গণঅধিকার

স্ত্রীদের আটকে রেখে স্বামীদের কাছে মুক্তিপণ চাইছে মিয়ানমারে সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৩ | ৯:৪৫
স্ত্রীদের আটকে রেখে স্বামীদের কাছে মুক্তিপণ চাইছে মিয়ানমারের সেনারা। ঘটনাটি ঘটেছে দেশটির কায়িন (কারেন) রাজ্যের তাগুন্ডাইং গ্রামে। গ্রেফতারের নামে গ্রামের বাসিন্দাদের অপহরণ করছে। পরে মুক্তিপণ বা মুক্তির শর্ত হিসাবে চাইছে চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী। ঘরে ঘরে ঢুকে ধরে নিয়ে যাচ্ছে নারীদের। এরপর স্বামীদের বাধ্য করছে তাদের স্ত্রীদের মুক্তির জন্য চাল আনতে। ‘ভোরবেলার অভ্যুত্থানে’ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা শাসন শুরুর পর থেকেই সেনা বর্বরতা চরম আকার ধারণ করেছে কারেনে। ইরাবতী। অপহৃত অধিকাংশই গ্রামটির স্থানীয় কৃষক ও পশুপালক। ভয়াবহ এ অভিজ্ঞতা থেকে পলাতক এক বাসিন্দা জানায়, ‘মিলিটারি কাউন্সিলের সৈন্যরা গ্রামের কাছে লুকিয়ে থাকে এবং গ্রামবাসীদের বিশেষ করে বাগানের শ্রমিক ও কৃষকদের গ্রেফতার করে। এর আগে ১৪ জুলাই মিয়ানমারের মিলিটারি কাউন্সিলের সৈন্যরা কারেন লিবারেশন আর্মির সঙ্গে ভয়ংকর যুদ্ধে লিপ্ত হয়। মিলিটারি কাউন্সিলের সৈন্যরা তাগুন্ডাইং গ্রামের আশপাশে অভিযানের সময় অনেক বেসামরিক সামরিককে ঢাল হিসাবে ব্যবহার করে। বর্তমানে তাদের নৃশংসতার কারণে গ্রামটির আশপাশে বাগান, কৃষিজমি ও খামারগুলোতে নিযুক্ত শ্রমিক কর্মকর্তারা নিরাপত্তার জন্য কর্মস্থল ছাড়তে বাধ্য হয়েছে। এই রাজ্যেরই হপাপুন গ্রামের অবস্থা আরও ভয়াবহ। রীতিমতো খাদ্য সংকটে দিন পার স্থানীয় গ্রামবাসীদের। এখানেও নাটের গুরু মিয়ানমারের মিলিটারি কাউন্সিলের সেনারা। তবে সীমান্তবর্তী এই গ্রামে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দেশটির বর্ডার গার্ড ফোর্সও (বিজিএফ)। রাষ্ট্রের এই দুই বাহিনী মিলে গ্রামের জল-স্থলপথ উভয়ই বন্ধ করে দিয়েছে। ফলে জুলাই মাস থেকেই খাদ্য পরিবহণে দেখা দিয়েছে ব্যাপক বিপত্তি। এর আগেও স্থলপথ বন্ধ থাকলেও অন্তত জলপথে খাবার পরিবহণের অনুমতি ছিল। এখন সব দিকেই বাধা থাকায় খাদ্য ঘাটতিতে থাকা বাসিন্দারা হয়ে পড়েছে দিশেহারা। হপাপুন এক বাসিন্দা জানান, ‘নৌপথ বা রাস্তাগুলো এখনো খোলা হয়নি। সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ। সব বন্ধ থাকায় কোনো পণ্যই এলাকায় প্রবেশ করতে পারে না। এ রকম কতদিন বন্ধ থাকবে তা অনিশ্চিত। ভাত জোগাড় করাটাও এখন বেশ কঠিন হয়ে পড়েছে।’ স্থানীয়দের অভিযোগ শুধু খাবারই নয়, বরং এলাকার বৈদ্যুতিক সংযোগ, ইন্টারনেট, ফোন লাইন সবই বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। খাদ্য পরিবহণের প্রধান মাধ্যমগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এতে করে স্থানীয়দের জীবিকা নির্বাহ করাটাই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানকার আরেক বাসিন্দা জানান, ‘অপর্যাপ্ত বৃষ্টিপাত ও পানি সংকটের কারণে কৃষকরা এমনিতেই ধান চাষে সংকটের মুখোমুখি হচ্ছে, উপরন্তু এ পরিস্থিতির কারণে খাদ্যের দাম ব্যাপক বেড়েছে। যেখানে ২৪ পাই চালের আগের মূল্য ছিল মাত্র ৮০০০ কিয়াট তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৪০,০০০ কিয়াট। স্থানীয়দের সূত্রমতে, মিলিটারি কাউন্সিল সেখানকার বেসামরিকদের ভবন, চার্চ ও স্কুলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা