
নিউজ ডেক্স
আরও খবর

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুরের জালে ৮ গোল বাংলাদেশের

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের
হাল্যান্ডের পেনাল্টি মিসে এভারটনের জয়

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। এভারটনের সঙ্গে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে।
ইতিহাদ স্টেডিয়ামে এক সময়ের অপ্রতিরোধ্য সিটিকে এখন মুদ্রোর উল্টো পিঠও দেখতে হচ্ছে। সর্বশেষ ড্রয়ের ফলে এখন ১৩ ম্যাচে মাত্র একটি জয় সঙ্গী তাদের। ড্রয়ের পর টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে তারা। চারে থাকা নটিংহাম ফরেস্টের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে। শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে ১১ পয়েন্টে। সিটির সর্বশেষ জয় সেই ৪ ডিসেম্বর ফরেস্টের বিপক্ষে।
অথচ তৃতীয় মিনিটেই দারুণ সূচনার ইঙ্গিত দিয়েছিল সিটি। গাভারদিওল হেড করেছিলেন ঠিকই, কিন্তু সেটি প্রতিহত হয় পোস্টে। তবে ১৪ মিনিটে কোনও ভুল হয়নি বের্নার্ডো সিলভার। জেরেমি ডকুর পাস থেকে জাল কাঁপান তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল। কিন্তু ফিল ফোডেনের পাস থেকে পাওয়া বল লক্ষ্যে রাখতে পারেননি সিলভা। বিপরীতে ৩৬ মিনিটে নিজেদের প্রথম স্পষ্ট সুযোগ থেকে গোল করে স্কোর ১-১ করে ছাড়ে এভারটন। গোল করেন ইলম্যান এনদিয়ায়ে।
৭ মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল সিটির। দ্বিতীয়ার্ধে সাভিনহোকে ফেলে দিয়েছিলেন লেফট ব্যাক ভিতালি মাইকোলেনকো। দুর্ভাগ্য স্পট কিক পেয়েও সেটি লক্ষ্যে পাঠাতে পারেননি আর্লিং হাল্যান্ড। তার পর জয়ের জন্য চাপ তৈরি করলেও এভারটনের রক্ষণ ভাঙতে পারেনি সিটি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।