একুশের বইমেলা হোক সব ভাষা ও সাহিত্যের মেলা – দৈনিক গণঅধিকার

একুশের বইমেলা হোক সব ভাষা ও সাহিত্যের মেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:১৪
‘একুশের চেতনা’ বলতে কী বোঝায় কিংবা বোঝানো হয় আমি বুঝি না। এটা আমার শিক্ষাদীক্ষার সীমাবদ্ধতার কারণেও হতে পারে। তবে আমি একুশে ফেব্রুয়ারিকে তৎকালীন পূর্ব পাকিস্তানি ও পরবর্তী বাংলাদেশিদের ইতিহাসের একটি লাল তারিখ বলে মনে করি। পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসকরা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে শুধু পাঁচ জাতিরাষ্ট্রের একটি ভাষা বাংলাকেই বিপন্ন করেনি, তারা অন্য আর চারটি ভাষা পাঞ্জাবি, সিন্ধি, বালুচ ও পশতুকেও বিপন্ন করেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিয়ে। না, ভাষা হিসাবে এখানে উর্দুর কোনো দোষ নেই-দোষ ছিল শাসকচক্রের ভুল সিদ্ধান্ত ও প্রক্রিয়ার। বাংলাদেশিরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবং রক্তাপ্লুত আত্মদানের মধ্য দিয়ে বিপন্ন মাতৃভাষার মর্যাদা বীরোচিতভাবে প্রতিষ্ঠিত করেছিল। দেশের, রাষ্ট্রের পাঁচটি প্রধান ভাষাকে রাষ্ট্রভাষা করে লিংগুয়াফ্রাংকা হিসাবে উর্দুকে এমনকি বৈশ্বিক যোগাযোগের কারণে ইংরেজিকেও রাষ্ট্রভাষা করলে কোনো অসুবিধা ছিল না। আমাদের প্রতিবেশী ভারতের আসামেও ভাষার দাবিতে মানুষ প্রাণ দিয়েছে। নানা দেশে, নানা কালে ভাষাকে নিয়ে অতীতে ছিনিমিনি হয়েছে এবং এখনো হয়ে চলেছে। আবার এও সত্য, ঔপনিবেশিক ভাষা ও সংস্কৃতি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ধনী ও বেগবানও করেছে। ফারসি ও আরবি আমাদের বাংলাকে নিত্য ব্যাবহারিক ও সাহিত্যিক ভাষা হিসাবে চলমান হতে সাহায্য করেছে। আর আমাদের আধুনিক বাংলা সাহিত্য তো ইংরেজি সাহিত্যেরই এক অলৌকিক অ্যাডাপটেশন। এতক্ষণ আমার এ দু-চারটি কথার মধ্যে আমি যে ভাবনাটি জানাতে চাইলাম সেটি পাকিস্তানের শাসকদের ভাববার অবকাশ ছিল না, আমাদের শাসকদেরও নেই এবং আমাদের তথাকথিত সুশীল সমাজের আর রাজনীতিকদেরও নেই। থাকলে একটা নেহায়েতই বাণিজ্যিক ‘বইমেলা’কে একুশের বইমেলা, প্রাণের বইমেলা, চেতনার বইমেলা বলে একটা উদ্ভট মাইন্ডসেট তৈরি করতেন না। আমাদের একুশের সঙ্গে বইমেলার কী সম্পর্ক? কোথায় ১৯৫২ আর কোথায় ১৯৭৩-৭৪ সাল। তো বইমেলা শুরু হয়েছে হোক, বাংলা একাডেমির ক্যাম্পাসে হচ্ছে তাতেও দোষের কিছু নেই; কিন্তু দোষের-আমার মতে, ভয়াবহ দোষের-কাজটি শুরু হলো বাংলা একাডেমিকে এ বইমেলার সঙ্গে যুক্ত করে। পৃথিবীতেই সব দেশে বইমেলা হয় প্রকাশকদের সমিতির উদ্যোগে একটি বাণিজ্যিক ইভেন্ট হিসাবে। ডিউরেশন পাঁচ কি সাত দিন। মেলায় পাঠক-দর্শকদের টিকিট কেটে ঢুকতে হয়। সংশ্লিষ্ট দেশের কোনো ‘একাডেমি’ বইমেলার সঙ্গে যুক্ত, এটা কেউ চিন্তাও করতে পারে না। বাংলা একাডেমির কাজ কী? আমাদের ক্রিয়েটিভ সাহিত্য নিয়ে গবেষণা করা, দেশি ও আন্তর্জাতিক মুখ্য সাহিত্যিক-গবেষকদের এনে সেমিনার-সিম্পোজিয়াম করা, দেশি-বিদেশি অনুবাদকদের দিয়ে একটি শক্তিশালী অনুবাদ সেল গঠন ও জারি রাখা এবং আমাদের সাহিত্যকে বিশ্বসাহিত্যের এবং বিশ্বসাহিত্যকে আমাদের সাহিত্যে পৌঁছে দেওয়া। আমি বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষকে ভাবতে এবং বিবেচনা করতে অনুরোধ করব। বাংলা একাডেমির আদি ও মূল নীতিমালা অনুসরণ করুন, তাহলেই বাংলা একাডেমি তার স্বমহিমায় জেগে উঠবে। আরেকটি কথা, মেলার কর্তৃপক্ষ মেলাটিকে গ্রাম্য ও দৈশিক না রেখে আন্তর্জাতিক করে তুলুন। শুধু বাংলা কেন, যে কোনো ভাষার বইই মেলার বই হতে পারবে। অনুলিখন : শুচি সৈয়দ

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ রাজশাহীতে প্রতিপক্ষের হাতে খুন জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা পপি সিড খাবার নাকি মাদক? কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি অটো’র ত্রিমুখি সংঘর্ষে নিহত-৩, আহত ৫ কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ আগুন,নিহত ১ আহত অন্তত ১০ আরও ১৪ জেলায় নতুন ডিসি কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস চুয়াডাঙ্গা জেলাজুড়ে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে আড়াইহাজা‌রে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার নারায়ণগ‌ঞ্জে ভাবি-ভাতিজা খুনের দা‌য়ে দেবরের ফাঁসি