
নিউজ ডেক্স
আরও খবর

রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার

চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ

গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
ফুল দেওয়া নিয়ে শহীদ মিনারে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পথচারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছাত্রলীগের কর্মী ইরফান রাজাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিতে যান।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা কলেজে থেকে বের হওয়ার সময় সেখানে উত্তেজনা দেখা দেয়। বিএনপির নেতা-কর্মীদের দাবি, তাঁরা ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা পেছন থেকে তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পথচারী, ছাত্রলীগের দুই কর্মী ও বিএনপির এক কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে, দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। জানতে চাইলে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ছাত্রলীগের ছেলেরা সেখানে এমনিতেই দাঁড়িয়ে ছিলেন। সেখানে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা করেন। বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবেই সেখানে লাঠিসোঁটা নিয়ে এসেছিলেন।
ফিরে যাওয়ার সময় তাঁরা ছাত্রলীগের কর্মী ইরফান রাজাকে একা পেয়ে কুপিয়ে আহত করেন ও একটি ককটেল বিস্ফোরণ ঘটান। তবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের বাইরে বের হলে কলেজের ভেতর থেকে আমাদের
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।